আপনার ভাষা নির্বাচন করুন

দেশব্যাপী ক্ষুদে শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয় সমাপনী ও ইবতেদায়ী মাদ্রাসার সমাপনী পরীক্ষার রেজাল্ট আজ মঙ্গলবার, ৩১শে ডিসেম্বর ২০১৯ দুপুর ১:০০টায় সারা দেশে একযোগে প্রকাশিত হয়েছে, পাসের হার ৯৫.৫০%।

ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইট থেকে বা মোবাইল এসএমএস এর মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকগন ফল সংগ্রহ করতে পারবেন। এছাড়াও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেজাল্ট সংগ্রহ করা যাবে।

 

 

আজ সকাল ১০:০০টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জনাব মোস্তাফিজুর রহমান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্তিতিতে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর রেজাল্ট হস্তান্তর করেন। অতপর বেলা ১২:০০টায় একযোগে সারা দেশে রেজাল্ট প্রকাশ করা হয়।

সমাপনী রেজাল্ট দেখুন

এ বছর মোট ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন শিশু শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয় যাদের মধ্যে ২৯,৩০,৫৭৩ জন প্রাথমিক বিদ্যালয় থেকে এবং ২,৯৯,৭১৫জন ইবতেদায়ী মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছে।

 

 

প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী সমপনী পরীক্ষা  গত ১৭ই নভেম্বর শুরু হয়ে ২৪শে নভেম্বর শেষ হয়। রীতি অনুযায়ী বাংলাদেশ সরকার বছরের শেষ সপ্তাহে রেজাল্ট প্রকাশ করে থাকে, এবারেও যার ব্যাতিক্রম হয়নি।


উল্লেখ্য যে নিম্ম মাধ্যমিক পর্যায়ের জেএসসি ও জেডিসি পরীক্ষার রেজাল্ট ও আজ ৩১শে ডিসেম্বর প্রকাশিত হয়েছে।


শিক্ষা জীবনের শুরুতে ৬ বছর পড়াশোনা করে শিশুরা প্রথম এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহন করে থাকে। সমাপনী পরীক্ষায় পাশকৃত ছাত্র-ছাত্রীরা নতুন বছরের শুরুতে নিন্ম মাধ্যমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেনীতে অধ্যায়নের জন্যে ভর্তি হবে। আগামী ২-৩ মাসের মধ্যে প্রাথমিক বৃত্তির রেজাল্ট প্রকাশিত হবে। বৃত্তির রেজাল্ট জানতে চোখ রাখুন আলোরমেলায়।

Pin It
এখানে আপনার মতামত দিন