আপনার ভাষা নির্বাচন করুন

মাদ্রাসা বোর্ডের শনি, সোম মঙ্গলবারের জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘূর্ণিঝড় “বুলবুল” এর কারনে ৯, ১১ ও ১২ নভেম্বরের গণিত, ইংরেজী ও বিজ্ঞান পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত জেডিসি গণিত পরীক্ষা আগমী ১৪, ১৬ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে এ বিষয়ে সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ২রা নভেম্বর ২০১৯, শনিবার থেকে শুরু হয়েছে, আর শেষ হবে আগামী ১৬ই নভেম্বর। প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।

 

 

মাদ্রাসা শিক্ষা বোর্ড গত ১৭ই জুলাই জেডিসি পরীক্ষার রুটিন প্রকাশ করে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠা হতে প্রবেশ পত্র সংগ্রহ করবে আর পরীক্ষা হলে প্রবেশের জন্যে অবশ্যই প্রবেশ পত্র ও রেজিষ্ট্রেশন কার্ড সাথে রাখবে।

 

 

জেডিসি পরীক্ষার পাশাপাশি একই সাথে সারা দেশে ৯টি সাধারন শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষা শুরু হয়েছে ২রা নভেম্বর থেকে।

জেডিসি পরীক্ষার সংশোধিত রুটিন:

JDC Exam Re Revised Routine

এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৪ লাখ ৯৬৬ জন শিক্ষার্থী জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে। জেসিসি পরীক্ষার রুটিন এখানে দেয়া আছে আর ডাউনলোড করতে চাইলে নিচে Attachment এ দেখুন।

মাদ্রাসা বোর্ডের জেডিসি পরীক্ষার রুটিন

এবার ইবতেদায়ী মাদ্রাসার সমাপনী পরীক্ষা শুরু হবে ১৭ই নভেম্বর, সমাপনী পরীক্ষার সময়সূচী দেখুন।

Pin It
এখানে আপনার মতামত দিন