বাংলাদেশ ব্যাংকের একশত টাকা সমমূল্যের প্রাইজবন্ডের ১০৪তম ড্র রেজাল্ট প্রকাশিত হয়েছে ০১ আগষ্ট ২০২১ রবিবার। ১০৪তম প্রাইজ বন্ড ড্র এর ৬ লাখ টাকার প্রথম পুরষ্কার বিজয়ী নাম্বার ০২১৮৪০৭ । প্রতিটি সিরিজের এই নাম্বার বিজয়ী হিসেবে বিবেচিত হবেন, যেমন পঁয়ষট্টিটি সিরিজের ৬৫জন ৬ লাখ টাকা করে প্রথম পুরষ্কারের জন্যে বিজয়ী হয়েছেন এবং অন্যান্য বিজয়ী নাম্বারের জন্যেও একই নিয়ম প্রযোজ্য।
১০৪ তম প্রাইজবন্ড ড্র রেজাল্ট: বাংলাদেশ ব্যাংকের ১০১তম প্রাইজ বন্ড ড্র এর ৬ লাখ টাকার প্রথম পুরষ্কার বিজয়ী নাম্বার ০২১৮৪০৭। মোট ৬৫টি সিরিজের ৬৫টি সংখ্যা বা সর্বমোট ২৯৯০জন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পুরষ্কারের জন্যে লটারির মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন।
একই ভাবে ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরষ্কার বিজয়ী নাম্বার ০৫৫১৯৮৫, এক লাখ টাকার তৃতীয় পুরষ্কার বিজয়ী নাম্বার ০৩৮৪৪৫৪ ও ০৯২৪১৩১ এবং চতুর্থ পুরষ্কার বিজয়ী নাম্বার ০২৭৬০৫৮ ও ০৯৫৫৮৪৮।
১০ হাজার টাকার ৫ম পুরষ্কার বিজয়ী ৪০টি নাম্বার নিচে দেয়া আছে সেখানে মিলিয়ে নিতে পারেন। আপনি চাইলে ড্র রেজাল্ট পিডিএফ আকারে নিচের এটাচমেন্ট থেকে ডাউনলোড করতে পারবেন।
উল্লেখ্য যে বাংলাদেশ ব্যাংকের ১শত টাকা মূল্যের প্রাইজ বন্ডের ১০৫তম ড্র রেজাল্ট প্রকাশিত হবে আগামী ১লা নভেম্বর ২০২১ তারিখে।