বাংলাদেশ ব্যাংকের একশত টাকা সমমূল্যের প্রাইজবন্ডের ১১২তম ড্র রেজাল্ট প্রকাশিত হয়েছে ৩১শে জুলাই ২০২৩ সোমবার এবং এখানেই রেজাল্ট দেখা যাবে। ১১২তম প্রাইজ বন্ড ড্র এর ৬ লাখ টাকার প্রথম পুরষ্কার বিজয়ী নাম্বার ০৭৯৮৮৯০ । প্রতিটি সিরিজের এই নাম্বার বিজয়ী হিসেবে বিবেচিত হবেন, যেমন ৪৬টি সিরিজের ৪৬জন ৬ লাখ টাকা করে প্রথম পুরষ্কারের জন্যে বিজয়ী হয়েছেন এবং অন্যান্য বিজয়ী নাম্বারের জন্যেও একই নিয়ম প্রযোজ্য।
১১২তম প্রাইজবন্ড ড্র রেজাল্ট: বাংলাদেশ ব্যাংকের ১১২তম প্রাইজ বন্ড ড্র এর ৬ লাখ টাকার প্রথম পুরষ্কার বিজয়ী নাম্বার ০৭৯৮৮৯০। মোট ৪৬টি সিরিজের ৪৬টি সংখ্যা বা সর্বমোট ৩৩৫৮জন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পুরষ্কারের জন্যে লটারির মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন।
একই ভাবে ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরষ্কার বিজয়ী নাম্বার ০৫৩২৭৭৫, এক লাখ টাকার তৃতীয় পুরষ্কার বিজয়ী নাম্বার ০২৪৯৬৭৮ ও ০৭৭২৭০৮ এবং চতুর্থ পুরষ্কার বিজয়ী নাম্বার ০২৯৬৩০ ও ০৩১০৭৯৩।
১০ হাজার টাকার ৫ম পুরষ্কার বিজয়ী ৪০টি নাম্বার নিচে দেয়া আছে সেখানে মিলিয়ে নিতে পারেন। আপনি চাইলে ড্র রেজাল্ট পিডিএফ আকারে নিচের এ্যাটাচমেন্ট থেকে ডাউনলোড করতে পারবেন।
উল্লেখ্য যে বাংলাদেশ ব্যাংকের ১শত টাকা মূল্যের প্রাইজ বন্ডের ১১২তম ড্র রেজাল্ট প্রকাশিত হয়েছে আগামী ৩১শে জুলাই ২০২৩ তারিখে।
এ্যাটাচম্যান্ট |
|
![]() |
270 KB |
![]() |
260 KB |
![]() |
260 KB |