বাংলাদেশ ব্যাংকের একশত টাকা সমমূল্যের প্রাইজবন্ডের ১১৮তম ড্র রেজাল্ট প্রকাশিত হয়েছে ০২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার এবং এখানেই রেজাল্ট দেখা যাবে। ১১৮তম প্রাইজ বন্ড ড্র এর ৬ লাখ টাকার প্রথম পুরষ্কার বিজয়ী নাম্বার ০৬০৩৯০৮ । প্রতিটি সিরিজের এই নাম্বার বিজয়ী হিসেবে বিবেচিত হবেন, যেমন ৮১টি সিরিজের ৪৬টি সাধারন সংখ্যা অর্থাৎ প্রতি সিরিজ থেকে ৪৬ জন করে ৬ লাখ টাকা করে প্রথম পুরষ্কারের জন্যে বিজয়ী হয়েছেন এবং অন্যান্য বিজয়ী নাম্বারের জন্যেও একই নিয়ম প্রযোজ্য।
১ম পুরষ্কার | ২য় পুরষ্কার | ৩য় পুরষ্কার | ৪র্থ পুরষ্কার |
০৬০৩৯০৮ | ০৮২৯৩২০ | ০১৬৭৭১৯ ও ০৩৩৪৬৭০ | ০২০৩৬০৭ ও ০২১৯১৮৫ |
১১৮তম প্রাইজবন্ড ড্র রেজাল্ট: বাংলাদেশ ব্যাংকের ১১৮তম প্রাইজ বন্ড ড্র এর ৬ লাখ টাকার প্রথম পুরষ্কার বিজয়ী নাম্বার ০৬০৩৯০৮। মোট ৮১টি সিরিজের প্রতি সিরিজের ৪৬টি সাধারন সংখ্যা বা সর্বমোট ৩৭২৬জন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পুরষ্কারের জন্যে লটারির মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন।
একই ভাবে ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরষ্কার বিজয়ী নাম্বার ০৮২৯৩২০, এক লাখ টাকার তৃতীয় পুরষ্কার বিজয়ী নাম্বার ০১৬৭৭১৯ এবং ০৩৩৪৬৭০ এবং চতুর্থ পুরষ্কার বিজয়ী নাম্বার ০২০৩৬০৭ এবং ০২১৯১৮৫।
১০ হাজার টাকার ৫ম পুরষ্কার বিজয়ী ৪০টি নাম্বার নিচে দেয়া আছে সেখানে মিলিয়ে নিতে পারেন। আপনি চাইলে ড্র রেজাল্ট পিডিএফ আকারে নিচের এ্যাটাচমেন্ট থেকে ডাউনলোড করতে পারবেন।
উল্লেখ্য যে বাংলাদেশ ব্যাংকের ১শত টাকা মূল্যের প্রাইজ বন্ডের ১১৯তম ড্র রেজাল্ট প্রকাশিত হবে আগামী ৩০শে এপ্রিল ২০২৫ তারিখে।
এ্যাটাচম্যান্ট |
|
![]() |
270 KB |
![]() |
260 KB |
![]() |
260 KB |