আপনার ভাষা নির্বাচন করুন

দেশের ৯টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফল ১২ই মে দুপুর ১১টায় প্রকাশ করা হয়েছে। গড় ৮৩.০৪% শিক্ষার্থী পাস করেছে। একই সময়ে মোবাইল এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট পাওয়া যাবে।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া

 

গত ১৫ই ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, আর শেষ হয় ১২ই মার্চ ২০২৪ তারিখে।

 

 

মে মাসের এর ১২ তারিখে সকাল ১০টায় শিক্ষা মন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা সচিব ও শিক্ষা বোর্ডে চেয়ারম্যানগনের উপস্থিতিতে এসএসসি পরীক্ষার রেজাল্ট মাননীয় প্রধানমন্ত্রী বরাবর হস্তান্তর করেন। এর পর বেলা ১২:০০ ঘটিকায় সর্বসাধারনের জন্যে প্রকাশ করা হয়। এ বছর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা অফিস থেকে রেজাল্ট সংগ্রহ করা যাবে না।

রেজাল্ট খবর জনাতে নিয়মিত চোখ রাখুন এখানে

 

 

সময়মত রেজাল্ট পেতে শিক্ষা বোর্ড সকল ছাত্র-ছাত্রীদেরকে মোবাইল এসএমএসের মাধ্যমে রোল নাম্বার প্রি-রেজিষ্ট্রেশন করার নির্দেশ দিয়েছে, এছাড়া আগের মতও রেজাল্ট সংগ্রহ করা যাবে।

এসএসসি ও সমমানের পরীক্ষায় কোন বছর কতজন জিপিএ-৫ পেয়েছে

 

এসএসসি পরীক্ষার রেজাল্ট

 

শিক্ষার্থীরা প্রাপ্ত রেজাল্টে অসন্তুষ্ট হলে বা তার পরীক্ষার খাতা মূল্যায়নে কোন ত্রুটি আছে মনে করলে তার পরীক্ষার খাতা পূনঃনিরীক্ষণের জন্যে আবেদন করতে পারবে।

এ বছর এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা মোট বিশ লাখের বেশি পরীক্ষার্থী অংশগ্রহন করে। রেজাল্ট প্রকাশের পর কৃতকার্য শিক্ষার্থীরা মে মাসেই কলেজে এইচএসসি’তে ভর্তির জন্যে অনলাইনে আবেদন করবে। কলেজগুলি মেধাক্রম অনুসারে ছাত্র-ছাত্রীদের ভর্তি করবে।

Pin It
এখানে আপনার মতামত দিন