আপনার ভাষা নির্বাচন করুন

সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষার রেজাল্ট যাদের আশানুরুপ হয়নি তারা যদি মনে করে তাদের পরীক্ষার খাতা মূল্যায়নে কোন ত্রুটি হয়েছে বা যথাযথ ভাবে মূল্যায়ন করা হয়নি তারা ইচ্ছে করলে তাদের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের জন্যে আবেদন করতে পারবে।

 

 

সকল বোর্ডের ছাত্র-ছাত্রী বা তাদের অভিভাবকগণ ১৩ই মে থেকে ১৯শে মে ২০২৮ এর মধ্যে বিষয় প্রতি ১৫০ টাকা ফি দিয়ে মোবাইল এসএমএস এর মাধ্য খুব সহজেই তাদের খাতা পুনঃনিরীক্ষণের আবদন জমা দিতে পারবেন।

এসএসসিতে কোন বছর কতজন A+ বা জিপিএ-৫ পেয়েছে

 

পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের জন্যে টেলিটক মোবাইল সংযোগের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (ইংরেজিতে), রোল নাম্বার ও বিষয় কোড নিন্ম লিখিত ফরমেটে লিখে পাঠাতে হবে।

RSC<space>বোর্ডের নামের প্রথম তিন অক্ষর<space>রোল নং<space>বিষয় কোড - লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। (ইংরেজিতে লিখতে হবে)

উদাহরন: RSC DHA 11223344 101

ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাকে একটি পিন নাম্বার পাঠানো হবে এবং কত টাকা চার্জ কাটবে সেটাও জানানো হবে। আপনার টেলিটক একাউন্টে পর্যাপ্ত পরিমান ব্যালেন্স থাকলে নিন্মরুপ ভাবে আরেকটি এসএমএস পাঠাতে হবে।

RSC<space>Yes<space>পিন নাম্বার<space>আপনার মোবাইল নাম্বার - লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে, অবশ্য ইংরেজিতে লিখেতে হবে।

উদাহরন: RES YES 5347 01990600700

সঠিক ভাবে আবেদন প্রকৃয়া সম্পন্ত হলে আপনার একান্ট থেকে উল্লেখিত পরিমান টাকা চার্জ কেটে নেয়া হবে এবং ফিরতি মেসেজে আপনি একটি নিশ্চিত করন বার্তা (কনফার্মেশন মেসেজ) পাবেন।

 



আবেদন করতে যা জানা প্রয়োজনঃ
# শুধুমাত্র টেলিটক মোবাইল সংযোগের মাধ্যমে আবেদন করা যাবে।
# বিষয় প্রতি আবেদন ফি ১৫০ টাকা।
# ১ম ও ২য় পত্র (বাংলা, ইংরেজি) বিষয়ের জন্যে আবেদন ফি ৩০০ টাকা।
# একটি এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্যে আবেদন করা যাবে। এক্ষেত্রে বিষয় কোডগুলি কমা (,) দিয়ে লিখতে হবে।


আবেদন শুরু ১৩ই মে এবং আবেদন পাঠানো শেষ হবে ১৯শে মে ২০২৪ তারিখ।

‌এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষনের আবেদ প্রক্রিয়া

উল্লেখ্য যে গত ১৫ই ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় ১২ই মার্চ ২০২৪ তারিখে। শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী ৬০ দিনের মাঝে এসএসসি ও সমমানের রেজাল্ট প্রকাশিত হয়।

Pin It
এখানে আপনার মতামত দিন