দেশের ৯টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফল আজ ২৮শে নভেম্বর, দুপুর ১২টায় প্রকাশ করা হয়েছে। একই সময়ে মোবাইল এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট পাওয়া যাচ্ছে।
গত ১৫ই সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, আর শেষ হয় ১লা অক্টোবর। সারা দেশে করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণের কারনে সরকারী-বেসরকারী সকল অফিসিয়াল কার্যক্রম সীমিত থাকায় গত মার্চ মাসে প্রথম সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা গ্রহন করা সম্ভব হয় নি।
ডিসেম্বরে নির্ধারিত দিনে সকাল ১০টায় শিক্ষা মন্ত্রী ড. দীপু মনি, শিক্ষা সচিব ও শিক্ষা বোর্ডে চেয়ারম্যানগনের উপস্থিতিতে এসএসসি পরীক্ষার রেজাল্ট মাননীয় প্রধানমন্ত্রী বরাবর হস্তান্তর করেন। এর পর বেলা ১২:০০ ঘটিকায় সর্বসাধারনের জন্যে প্রকাশ করা হবে। এ বছর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা অফিস থেকে রেজাল্ট সংগ্রহ করা যাবে না।
রেজাল্ট খবর জনাতে নিয়মিত চোখ রাখুন এখানে
সময়মত রেজাল্ট পেতে শিক্ষা বোর্ড সকল ছাত্র-ছাত্রীদেরকে মোবাইল এসএমএসের মাধ্যমে রোল নাম্বার প্রি-রেজিষ্ট্রেশন করার নির্দেশ দিয়েছে, এছাড়া আগের মতও রেজাল্ট সংগ্রহ করা যাবে।
শিক্ষার্থীরা প্রাপ্ত রেজাল্টে অসন্তুষ্ট হলে বা তার পরীক্ষার খাতা মূল্যায়নে কোন ত্রুটি আছে মনে করলে তার পরীক্ষার খাতা পূনঃনিরীক্ষণের জন্যে আবেদন করতে পারবে।
এ বছর এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা মোট বিশ লাখের বেশি পরীক্ষার্থী অংশগ্রহন করে। রেজাল্ট প্রকাশের পর কৃতকার্য শিক্ষার্থীরা ডিসেম্বর মাসেই কলেজে এইচএসসি’তে ভর্তির জন্যে অনলাইনে আবেদন করবে। কলেজগুলি মেধাক্রম অনুসারে ছাত্র-ছাত্রীদের ভর্তি করবে।