আলোরমেলা: আলোরমেলা দেশের প্রথম ও অন্যতম জনপ্রিয় শিক্ষা ও চাকরীর তথ্য সর্বরাহকারী অনলাইন পোর্টাল, যা www.alormela.org ওয়েব সাইটের মাধ্যমে দীর্ঘ সময় ধরে দেশের তরুন প্রজন্ম ও সাধারন মানুষদেরকে বিনামূল্যে তথ্য সেবা দিয়ে আসছে। পাশাপাশি ব্লগারদের জন্যে www.alormela.net এ আলোরমেলা নামে একটি মুক্ত ব্লগ চালু আছে আর একটি আলোরমেলা শিক্ষামূলক ফোরাম এখনো প্রক্রিয়াধীন আছে।
আলোরমেলার সূচনা: ২০০৬ সালে কিছু তরুনের সমন্বয়ে সমাজসেবা ও সামাজিক শিক্ষা প্রদানের উদ্দেশ্য নিয়ে আলোরমেলা নামে যাত্রা শুরু করে। ২০১১ সালের মাঝামাঝি এসে আলোরমেলা আইটি সেক্টরে যোগ দেয় এবং এরই ধারাবাহিকতায় ২০১১ সালের ২৮শে ডিসেম্বর দেশের প্রথম শিক্ষা বিষয়ক ওয়েব পোর্টাল www.alormela.org তার যাত্রা শুরু করে। পোর্টালটির মাধ্যমে শিক্ষা সংবাদ ও পড়াশোনার তাথ্যিক উপকরনাদি সর্বরাহ করার পাশাপাশি চাকরী প্রত্যাশী ও বেকার তরুনদের জন্যে দেশের সকল সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের চাকরীর খবর প্রকাশের ব্যবস্থা করা হয়। একই সাথে দেশী বিদেশী পর্যটক ও ভ্রমন পিপাসু লোকদের জন্যে ট্রাভেল গাইড ও পরিবহন তথ্য যোগ করা হয়। ছাত্র-ছাত্রীদের জন্যে লেখাপড়ার খবরের পাশাপাশি এতে যুক্ত আছে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সংবলিত একটি একাডেমিক ডাইরেক্টরি। এর বাইরেও ভিজিটরদের চাহিদা অনুযায়ী আলোরমেলা অন্যান্য আনুসঙ্গিক বিষয়াদি যুক্ত করা হয়েছে।
২০১১ সাল থেকে দীর্ঘ সময় ধরে ছাত্র-ছাত্রীসহ কোটি ভিজিটরকে সেবা দিয়ে আসা আলোরমেলা তার জনপ্রিয়তার কৃতজ্ঞ সরুপ ২০১৯ সালের ১৩ই নভেম্বর থেকে ইংরেজীর পাশাপাশি www.alormela.org/bn লিংকের মাধ্যমে বাংলা ভাষায় শিক্ষা-চাকরী ও অন্যান্য আনুসঙ্গিক তথ্য বিষয়ক সেবা চালু করেছে।
আমাদের উদ্দেশ্য: সমাজের সকল স্থরে কল্যানমুখী সেবা দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। ২০০৬ সালে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা কার্যক্রম, সামাজিক সচেতনতা সৃষ্টি ও শিক্ষা প্রতিষ্ঠান ও জনসাধারনের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরনের মধ্য দিয়ে আমাদের আগমন। পরবর্তিতে ২০০৮ সাল থেকে শুরু হওয়া বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অভিযানের অভিযাত্রী হতে ২০১১ সালের ২৮শে ডিসেম্বর আমাদের ডিজিটাল জগতে পথচলা। সেই থেকে দীর্ঘ সময় ধরে সকল স্তরের তরুনদের বিনামূল্যে শিক্ষা বিস্তার সংক্রান্ত তথ্য সেবা দিয়ে আসছি।
দেশের ভবিষ্যৎ সম্ভাবনাময় ছাত্র-ছাত্রী ও তরুনদের মাঝে আমাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক, শিক্ষামূলক ও কর্মসংস্থানের তথ্য ছড়িয়ে দিতে পেরে আমরা গর্বিত এবং দেশের কল্যানে আমরা আরও এগিয়ে যেতে চাই আরও নতুন সেবা যুক্ত করে যা প্রক্রিয়াধীন আছে।
আমাদের সফলতা: সেই শুরু থেকে প্রতি মাসে ২-৩ লক্ষ তরুন প্রজন্মের মাঝে আমরা শিক্ষা ও কর্মসংস্থান সংক্রান্ত তথ্য সর্বরাহ করে থাকি। দেশী-বিদেশী পর্যটক ও ভ্রমন পিপাসুদের ভ্রমন সংক্রান্ত নির্দেশনা যুক্ত আছে বাইরের দেশগুলিতে আমাদের পর্যটন শিল্পের ধারনা পৌছে দিচ্ছে। বিশ্ববিদ্যালয় গুলিতে ভর্তির তথ্যের জন্যে আলোরমেলা দেশের সবচেয়ে নির্ভর যোগ্য ও জনপ্রিয় নাম।
পরিচালনা: একদল সেচ্ছাসেবী তরুনদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আলোরমেলা। পোর্টলটিতে লেখার জন্যে নিয়োজিত আছেন অভিজ্ঞ লেখক। আমাদের পরিচালিত সমাজিক যোগাযোগ মাধ্যম যেমন- ফেসবুক, টুইটার, লিংকডইন, ইউটিউব পেইজের জন্যে আছে পৃথক মডারেটর। ওয়েবসাইটটির আছে যথাযথ নীতিমালা (terms of service) ও গোপনীয়তা নীতি (Privacy Policy)
আলোরমেলার সবকটি ওয়েবসাইট আমেরিকান ওয়েব সার্ভার থেকে পরিচালিত হচ্ছে। আলোরমেলা ওয়েব সার্ভার ও এর টেকনিক্যাল ও সিকিউরিটি ডেভেলপমেন্ট এর জন্যে আছে দক্ষ ওয়েব ডেভেলপার ও ওয়েব সিকিউরিটি এক্সপার্ট। ভিজিটর ও বিশেষজ্ঞদের মতামতের মাধ্যমে নিজেস্ব দক্ষ ডিজাইনার দ্বারা আলোরমেলা সাইট এমন ভাবে ডিজাইন করা যা একজন ভিজিটরকে সহজেই প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে সাহায্য করে।
পরিচালনা ব্যয়: ভিজিটরপূর্ন একটি জনপ্রিয় ওয়েবসাইটের পরিচালনা ব্যয়ও অনেক। তবে শুরু থেকে কোন স্পন্সর বা অনুদান ব্যাতিত নিজেস্ব অর্থায়নে আলোরমেলার সকল কার্যক্রম অনাড়ম্বর ভাবে পরিচালিত হয়ে আসছে।
শিক্ষা বিষয়ক দেশের প্রথম ওয়েবসাইট আলোরমেলা তার সেবাসমুহ তিনটি ওয়েবসাইটের মাধ্যমে পরিচালিত হচ্ছে ১. www.alormela.org ২. www.alormela.net ৩. www.alormela.com
আমাদের সম্মানিত ভিজিটর বা শুভাকাঙ্কি হিসেবে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দিতে যোগাযোগ করুন-
ইমেইল:
মেবাইল: +880 1990 600 700
অথবা অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে-
ফেসবুক | টুইটার | লিংকডইন | ইউটিউব |