দেশের ২২টি পাবলিক সাধারন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) সমন্বিত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ১৮ই এপ্রিল থেকে শুরু হয়েছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০, ২৭ মে ও ০৩ জুন। বানিজ্য, মানবিক ও বিজ্ঞান বিভাগ থেকে সকল আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়া হতে পারে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজসমুহে অনার্স ১ম বর্ষ ২০২২-২০২৩ ভর্তি বিজ্ঞপ্তি ও আবেদনের তারিখ প্রকাশিত হয়েছে। স্নাতক ১ম বর্ষ ভর্তির অন লাইনে আবেদন ০৫ এপ্রিল শুরু হয়েছে। ভর্তি আবেদন করতে মাধ্যমিক পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০ ও উচ্চ মাধ্যমিকে জিপিএ ৩.০ থাকতে হবে।
বাংলাদেশের সকল সরকারী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ সালের অনার্স ১ম বর্ষে ভর্তি পরীক্ষা ও আবেদনের সময়সূচি পর্যায়ক্রমে এখানে প্রকাশিত হচ্ছে। ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি, আবেদন শুরু, আবেদনের শেষ দিন, ভর্তি পরীক্ষার কার্য তালিকা, আবেদন প্রক্রিয়া এবং নির্দেশনা সংযোজক, ভর্তি সংক্রান্ত সকল হালনাগাদ তথ্য এবং বিস্তারিত বিষয়াদি এখানে উল্লেখ করা হয়েছে।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ভর্তি আবেদন ২৭শে ফেব্রুয়ারি ২০২৩ইং তারিখ থেকে শুরু হয়েছে এবং ভর্তির আবেদন জমা দেয়ার সময় শেষ হবে ২০শে মার্চ ২০২৩ইং রোজ সোমবার। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনর্বিন্যাসকৃত ৪টি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনার্স ১ম বর্ষ অনার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত ১৪ই ফেব্রুয়ারিতে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্সে ভর্তি কার্যক্রম অন লাইন আবেদন সম্পর্কিত তথ্য তুলে ধরা হলো। সাধারনত অনার্সের ভর্তির আবেদনের পর শুরু হয় ডিগ্রী পাস কোর্সের ভর্তির আবেদন। ডিগ্রী পাস কোর্সে আবেদনকারীদের অনলাইনে আবেদন করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ১ম বর্ষের ভর্তি আবেদন ২৩শে ফেব্রুয়ারিতে শেষ হয়েছে আর ভর্তির আবেদন শুরু হয়েছিল ১৩ই ফেব্রুয়ারি ২০২৩ তারিখে। এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ই মার্চে। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল গত ৯ই ফেব্রুয়ারি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হবে। বিশ্ববিদ্যালয়টি এক সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে আগামী ১৫ই মার্চ ২০২৩ইং তারিখ থেকে ২৭ মার্চ ২০২১ইং তারিখ পর্যন্ত ছাত্র/ছাত্রীরা ভর্তির জন্য অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবে।
মাধ্যমিক বিদ্যালয়ের (এসএসসি ও সমমান) সদ্য পাসকৃত ছাত্র-ছাত্রীদের ২০২২-২০২৩ সেশনে উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া ৮ই ডিসেম্বরে শুরু হয়েছে এবং শেষ হবে ১৫ই ডিসেম্বর। এবছর একাদশ শ্রেনিতে ভর্তির জন্যে কলেজগুলিতে ২৫ লাখের বেশি আসন খালি আছে, যেখানে ১৭লাখ ৪৩ হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় পাশ করেছে।
দেশের সকল শহর, জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তির আবেদন চলছে। গত ১৬ই নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং চলবে আগামী ৬ই ডিসেম্বর পর্যন্ত। এবারেও অনলাইন লটারি পদ্ধতিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।
দেশের সরকারি বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউসিজি) ১৫/০২/২০২১ সকাল ১০ ঘটিকা সময় সভায় ৭টি কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত হয়।
গুচ্ছ পদ্ধতিতে ২০২৯-২০২১ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৩১ জুলাই সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদ ভিত্তিক স্নাতক কোর্স লেভেল-১, সেমিষ্টার-১ ছাত্র/ছাত্রীরা ভর্তি পরীক্ষার জন্য অন লাইনে আবেদন করতে পারবে।
২০২০-২০২১ শিক্ষাবর্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্নাতক ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের সাতটি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আগামী ২৯ মে ২০২১ইং তারিখ অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন …