জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজসমুহে অনার্স ১ম বর্ষ ২০২৪-২০২৫ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্নাতক ১ম বর্ষ ভর্তির অন লাইনে আবেদন ২১ জানুয়ারি থেকে শুরু হয়েছে। ভর্তি আবেদন করতে মাধ্যমিক পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.৫ ও উচ্চ মাধ্যমিকে জিপিএ ২.৫ সহ সর্ব নিন্ম জিপিএ ৫.৫ নির্ধারন করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্যে এ বছর (২০২৫) থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। মোট ১০০ নম্বরের MCQ ভর্তি পরীক্ষা নেয়া হবে। পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর ১০০ নম্বর ধরে মোট ২০০ নম্বরের উপর মেধাতালিকা প্রনয়ন করা হবে।
অনলাইনে আবেদন করার সময় আবেদনকারী পছন্দক্রম অনুসারে ৫টি কলেজ নির্বাচন করে থাকে এবং মেধাক্রম অনুসারে উক্ত কলেজে ভর্তির সুযোগ পায়।
৪টি ধাপে ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হয়। প্রথম মেধা তালিকা, ২য় মেধা তালিকা আর উক্ত মেধাতালিকায় যারা স্থান না পাবে তাদেরকে ১ম, ২য় রিলিজ স্লিপ মেধাতালিকার মাধ্যমে আসন শূণ্য আছে এমন কলেজগুলিতে ভর্তির সযোগ দেয়া হবে।
একনজরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি |
|
আবেদন শুরু | ২১ জানুয়ারি ২০২৫ |
আবেদন শেষ |
২৮ ফেব্রুয়ারি ২০২৫ |
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ (PDF file) |
২০ জানুয়ারি ২০২৫ |
যোগ্যতা GPA (এসএসসি ও এইচএসি) |
SSC ২.৫ ও HSC ২.৫ (মোট সর্বনিম্ন ৫.৫) |
ভর্তি পরীক্ষার তারিখ | ০৩ মে ২০২৫ |
এডমিট কার্ড ডাওনলোড | ২৫শে এপ্রিল ২০২৫ থেকে |
ভর্তি পরীক্ষার নাম্বার | MCQ ১০০ ও SSC-HSC রেজাল্টের উপর ১০০ |
আবেদন ফি | ৭০০/- |
আবেদনের লিংক | এখানে আবেদন করুন |
সুত্র | www.nu.ac.bd |
তথ্যগুলি ভাল লাগলে লাইক ও শেয়ার করুন। আপনার কোন মন্তব্য থাকলে নিচে কমেন্টে লিখুন। |
ভর্তির বিজ্ঞাপনটি এখানে পিডিএফ ফাইল আকারে দেয়া হয়েছে, প্রয়োজনে ডাওনলোড করতে পারেন।
Attachment(s) |
|
![]() |
525 KB |
![]() |
966 KB |