আপনার ভাষা নির্বাচন করুন

৭টি কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে লেভেল-১ ও সেমিষ্টার-১ অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। সকল বিভাগের ছাত্র/ছাত্রীরা ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।

 


ভর্তি পরীক্ষা = ৩১ জুলাই ২০২১ইং

ভর্তির আবেদন শুরু = ২ মে থেকে ১০ জুন পর্যন্ত।

ভর্তির ফলাফল = ৫ আগষ্ট ২০২১ইং পর্যন্ত।
আবেদন ফি = ১০০০ টাকা।
ভর্তির জন্য নূন্যতম যোগ্যতা:
২০১৭ বা ২০১৮ সালে যে সকল ছাত্র/ছাত্রী এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং নূন্যতম জিপিএ ৩.৫০ গ্রেড প্রাপ্ত সে সকল প্রার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।

 


২০১৯/২০২০ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং পৃথক পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৮.০০ (চতুর্থ বিষয় ব্যতীত) থাকতে হবে। তবে ২০১৭ সালের পূর্বে যে সকল ছাত্র/ছাত্রী এসএসসি/সমমান পরীক্ষায় কৃতকার্য হয়েছে সে সকল ছাত্র/ছাত্রীরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে না।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষায় আগ্রহী প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। এবং বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিতে পৃথকভাবে ৩.৫০ পয়েন্ট থাকতে হবে। এবং উভয় পরীক্ষায় নূন্যতম ৩.৫০ জিপিএ সহ সর্বমোট ৮.০০ জিপিএ থাকতে হবে।
বিদেশী ডিগ্রীধারী ছাত্র/ছাত্রীদের "O" লেভেল এবং "A" লেভেল প্রার্থীদের ক্ষেত্রে "O" লেভেল পরীক্ষায় নূন্যতম ৫টি বিষয়ে বি-গ্রেড এবং "A" লেভেল প্রার্থীদের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিতে নূন্যতম বি-গ্রেড প্রাপ্ত হতে হবে।
আবেদনের ফি জমা দেওয়ার নিয়ম:
অনলাইনে আবেদন Submit করার পর একটি ID নাম্বার দেওয়া হবে এবং পরবর্তীতে এই ID নাম্বার অনুকূলে ‘রকেট’ ‘শিওরক্যাশ’ ‘বিকাশ’ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভর্তি পরীক্ষার ফি জমা দিতে হবে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষদ, বিষয় ও আসন সংখ্যা নিম্নে দেওয়া হলো।

অনুষদের নাম প্রোগ্রাম (ডিগ্রী) আসন সংখ্যা
কৃষি বি এসসি এজি (অনার্স) ৩৫০ জন
এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট বিবিএ ইন এগ্রিবিজনেস, বি এসসি ইন এগ্রিকালচারাল ইকোনমিক্স (অনার্স) ১২০ জন
এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেনারি মেডিসিন বি এসসি ভেট সায়েন্স এন্ড এ এইচ ১০০ জন
ফিসারিজ এন্ড একোয়াকালচার বি এসসি ইন ফিসারিজ (অনার্স) ৫০ জন
  সর্বমোট ৬২০ জন


ভর্তি পরীক্ষার নম্বর বন্টন:
এমসিকিউ পদ্ধতিতে ১০০টি প্রশ্ন থাকবে। যে সকল বিষয়ের উপর প্রশ্ন থাকবে ভর্তি পরীক্ষার জন্য ইংরেজী-১০, সাধারণ জ্ঞান-১০ ও উচ্চ মাধ্যমিক বিষয়ের উপর থেকে পদার্থ বিজ্ঞান-২০, রসায়ন-২০, গণিত-২০, জীববিজ্ঞান-২০। প্রতিটি প্রশ্নের মান-১, প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য .২৫% নাম্বার কর্তন করা হবে। ভর্তি পরীক্ষার পাস নম্বর ৪০। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৮X১২ গুণ করে এবং লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর সমন্বিত করে মেধা তালিকা প্রকাশ করা হবে।

Pin It
এখানে আপনার মতামত দিন