আপনার ভাষা নির্বাচন করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষা আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪ (চার) বছর মেয়াদী বিএস (কৃষি), বিএস (ফিশারিজ), বিএস (কৃষি অর্থনীতি) ও ৫ (পাঁচ) বছর মেয়াদী ডিভিএম প্রোগ্রামে ভর্তির জন্য ছাত্র/ছাত্রীরা অনলাইনে আবেদন করতে পারবে।

 


ভর্তির যোগ্যতা:
২০১৭/২০১৮ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের নূন্যতম জিপিএ ৩.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
২০১৯/২০২০ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নূন্যতম জিপিএ (৪র্থ বিষয় ব্যতীত) ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৮.০০ থাকতে হবে।
মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অবশ্যই পৃথকভাবে (৪র্থ বিষয় বাদে) ৩.৫০ সহ সর্বমোট ৮.০০ জিপিএ হতে হবে। ৮.০০ জিপিএ ব্যতীত কোন প্রার্থী ভর্তির জন্য বিবেচিত হবে না।
এসএসসি/এইচএসি ছাত্র/ছাত্রীদের অবশ্যই পঠিত বিষয়, যেমন-পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিজ্ঞান এবং ইংরেজী বিষয়ে আলাদাভাবে প্রত্যেকটিতে “বি-গ্রেড” পেতে হবে।

 


বিদেশি ডিগ্রীধারী ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে O-Level দের চারটি বিষয়ের মধ্যে কমপক্ষে “বি-গ্রেড” থাকতে হবে। A-Level প্রার্থীদের পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞানে কমপক্ষে “বি-গ্রেড” থাকতে হবে।

ভর্তি পরীক্ষার আবেদন শুরু = ২ মে থেকে ১০ জুন ২০২১ পর্যন্ত।
ভর্তি পরীক্ষা = ৩১ জুলাই ২০২১ইং তারিখ অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ = ৫ আগষ্ট ২০২১ পর্যন্ত।
ভর্তি পরীক্ষার ফি = ৬০০ টাকা।  
ভর্তি পরীক্ষার নম্বর বন্টন
ভর্তি পরীক্ষার প্রশ্ন নির্ধারিত থাকবে উচ্চ মাধ্যমিক পঠিত বিষয় থেকে।
জীববিজ্ঞান-২০, রসায়ন-২০, পদার্থবিজ্ঞান-২০, গণিত-১৫, ইংরেজী-১৫, সাধারণ জ্ঞান-১৫ সর্বমোট = ১০০
মেধাতালিকা প্রণয়ন
মোট ২০০ নম্বরের ভর্তি পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে। যার মধ্যে ৮০ নম্বরের এমসিকিউ বাকী ৪০ নাম্বার এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হভে। ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৪০ পাওয়া পাস নম্বর।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষদ ও আসন সংখ্যা:
কৃষি অনুষদ = ১১০ জন
ফিশারিজ অনুষদ = ৬০ জন
ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ = ৬০ জন
কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ = ১০০ জন

Pin It
এখানে আপনার মতামত দিন