২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাথে সম্পৃক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ছাত্র/ছাত্রীরা অনলাইনের মাধ্যমে ০১ এপ্রিল থেকে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে এ বছর ভর্তি পরীক্ষার ১ম পর্যায়ে আবেদন করার কোন ফি বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে না।
যে সকল ছাত্র/ছাত্রীরা গুচ্ছ ভর্তি পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে:
যে সকল ছাত্র/ছাত্রী ২০১৭/২০১৮ শিক্ষাবর্ষে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং নূন্যতম জিপিএ ৩.৫০ ও এইচএসসি/সমমান/কারিগরি/মাদ্রাসা/এ-লেভেল/ও-লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং নূন্যতম জিপিএ ৩.৫০ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে পারবে। উভয় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অবশ্যই পৃথকভাবে জিপিএ ৩.৫০ সহ (চতুর্থ বিষয় বাদে) ৮.০০ হতে হবে। বাণিজ্য ও মানবিক শাখায় ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ৩.০০ সহ সর্বমোট ৬.৫০ থাকতে হবে।
Unit-A : বিভাগে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের এসএসসি/এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.৫০ সহ সর্বমোট ৯.০০ জিপিএ থাকতে হবে। এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গণিতে ৪.০০ গ্রেড থাকতে হবে ও ইংরেজীতে ৩.৫০ পয়েন্ট থাকতে হবে।
Unite-B : এই ইউনিটে ভর্তির ক্ষেত্রে ইংরেজী, বাংলা, ইতিহাস ও সভ্যতা বিভাগের জন্য প্রার্থীদের অবশ্যই এসএসসি/এইচএসসিতে জিপিএ ৮.০০ এবং বাংলা, ইংরেজী বিষয়ে ৩.৫০ সহ জিপিএ হতে হবে।
সামাজিক বিজ্ঞান বিভাগের জন্য- অর্থনীতি, সমাজবিজ্ঞান, ডিভেলপমেন্ট স্টাডিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জন্য প্রার্থীদের এসএসসি/এইচএসসি পরীক্ষায় ৪.০০ সহ মোট ৮.০০ জিপিএ থাকতে হবে।
আইন বিভাগে ভর্তির জন্য প্রার্থীদের এসএসসি/এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ ৯.০০ হতে হবে।
শিক্ষা ও গবেষণা ই্নস্টিটিউট বিভাগে ভর্তির জন্য এসএসসি/এইচএসসি উভয় পরীক্ষায় ৪.০০ সহ মোট জিপিএ হতে হবে ৮.০০।
Unite-C : ব্যবসায় প্রশাসন বিভাগে ভর্তির জন্য এসএসসি/এইচএসসি উভয় পরীক্ষায় ৩.০০ সহ মোট জিপিএ হতে হবে ৬.৫০।
মানবসম্পদ ব্যবস্থাপনা ব্যবসায় প্রশাসন বিভাগে ভর্তির জন্য এসএসসি/এইচএসসি উভয় পরীক্ষায় ৪.০০ সহ মোট জিপিএ হতে হবে ৮.০০।
Unite-D: ড্রইং এন্ড পেইন্টিং, প্রিন্টমেকিং, ভাস্কর্য, বিভাগে ভর্তির জন্য এসএসসি/এইচএসসি উভয় পরীক্ষায় ৩.৫০ সহ মোট জিপিএ হতে হবে ৭.০০।
তবে এই ক্ষেত্রে ছাত্র/ছাত্রীদের কে অবশ্যই প্রত্যেক ইউনিটে ভর্তির জন্য ইংরেজীতে ৩.৫০ জিপিএ থাকতে হবে।
১ম পর্যায়ে ভর্তির অনলাইনের আবেদন শুরু = ০১ এপ্রিল ২০২১ইং
১ম পর্যায়ে ভর্তির অনলাইনের আবেদন শেষ = ২৫ এপ্রিল ২০২১ইং
১ম পর্যায়ে ভর্তির আবেদনের রেজাল্ড = ২৩ এপ্রিল ২০২১ইং
২য় পর্যায়ে অনলাইনে ভর্তি পরীক্ষার ফি = ৬০০ টাকা
দ্বিতীয় পর্যায়ে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু = ২৪ এপ্রিল ২০২১ইং
দ্বিতীয় পর্যায়ে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শেষ = ২০ মে ২০২১ইং
ভর্তি পরীক্ষা আগামী ১৯, ২৬ জুন এবং ৩ জুলাই = ২০২১ইং তারিখ।
প্রতিটি বিভাগে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির জন্য প্রাথমিক আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে কোন প্রকার ফি প্রদান করতে হবে না। তবে উল্লেখ্য যে, ভর্তি পরীক্ষায় প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হবার পর প্রার্থীদেরকে যে সকল বিষয়ে ভর্তি ফি প্রদান করতে হবে।
Unit-A = ১২৫০/-
Unite-B = ৯৫০/-
Unite-C = ৬০০/-
Unite-D = ৬৫০/-