পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্মান ১ম বর্ষ/ লেভেল-১/সেমিষ্টার-১ ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি সার্কুলার প্রকাশিত হয়েছে। করোনা মহামারীর কারনে এ বছর সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বিলম্বিত হচ্ছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা ১৯, ২৬ মে এবং ৩ জুন অনুষ্ঠিত হবে।
অনলাইনে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন = ০১ এপ্রিল ২০২১ইং
অনলাইনে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ = ১৫ এপ্রিল ২০২১ইং
প্রাথমিক আবেদনের রেজাল্ড = ২৩ এপ্রিল ২০২১ইং
ভর্তি পরীক্ষার আবেদন ফি = ৬০০ টাকা
চূড়ান্ত ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন শুরু = ২৪ এপ্রিল ২০২১ইং
চূড়ান্ত ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন শেষ = ২৫ মে ২০২১ইং
চূড়ান্ত ভর্তি পরীক্ষার আবেদন ফি = ৬০০ টাকা
ভর্তি পরীক্ষার তারিখ = ১৯, ২৬ জুন ও ৩ জুলাই ২০২১ইং
ভর্তির আবেদনের প্রক্রিয়া:
ভর্তি পরীক্ষার জন্য ছাত্র/ছাত্রীদের যে সকল বিষয়ের প্রতি নজর দিতে হবে।
ভর্তির অনলাইনে আবেদনের সময় ছবির সাইজ হবে 300X300 Pixel এবং সাইজ হবে 100KB এর বেশি বা কম নয়।
ছাত্র/ছাত্রীদের স্বাক্ষরের মাপ হবে যথাক্রমে 300X80 Pixel ও সাইজ হতে হবে 60KB এর বেশি নয়।
আবেদন করার পর পরীক্ষা বাবদ ফি জমা দেওয়া যাবে নিম্নোক্ত পদ্ধতিতে:
শিওরক্যাশ, বিকাশ বা ডাচ্ বাংলা ব্যাংক রকেট এর মাধ্যমে সার্ভিস চার্জসহ ৬৫০ টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর আবেদনকারীর মোবাইলে SMS আসবে। SMS এ একটি Transaction ID আসবে। উক্ত Transaction ID সংরক্ষণ করে রাখতে হবে।
ছাত্র/ছাত্রীদের পছন্দকৃত প্রতিটি ইউনিটের জন্য আলাদাভাবে ৬৫০ টাকা পেমেন্ট করতে হবে।
আবেদন পত্রটি সাবমিট বাটনে ক্লিক করে সম্পন্ন করতে হবে।
প্রবেশপত্র ডাউনলোড করে ২টি কপি প্রিন্ট আউট করে পরীক্ষা হলে নিয়ে আসতে হবে। হল পরিদর্শক কর্তৃক প্রবেশপত্র ২টি স্বাক্ষর হবার পর একটি হল পরিদর্শক জমা নিবে এবং অন্য প্রবেশপত্রটি প্রার্থী নিজের কাছে সংরক্ষণ করে রাখবে।
বিকাশ বা মোবাইল ফোনের মাধ্যমে Payment করার নিয়ম:
শিওরক্যাশ মোবাইল ব্যাংকিং থেকে *৪৯৫# ডালাল করুন, মেনু থেকে Payment অপশন এ প্রবেশ করে পেমেন্ট অপশনকী-ওয়ার্ড PSTU লিখুন। পরবর্তীতে এইচএসসি/সমমানের পরীক্ষার রোল নং লিখে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক আরোপিত ফি বাবদ ৬৫০ টাকা টাইপ করুন।
পরীক্ষার্থীরা নিজের মোবাইল থেকে Payment করতে চাইলে মোবাইল একাউন্ট এর নির্ধারিত পিন নাম্বার প্রদান করুন এবং এজেন্ট অ্যাকাউন্ট থেকে Payment করতে চাইলে পরীক্ষার্থীর মোবাইল নাম্বার দিয়ে পিন নম্বর প্রদান করুন।
DBBL ROCKET এর মাধ্যমে মোবাইল একাউন্ট থেকে *৩২২# ডালাল করুন মেনু থেকে 1 সিলেক্ট করে পেমেন্ট অপশনে ক্লিক করুন, আবার 1 সিলেক্ট করে Bill Pay তে গিয়ে ৬৫০ টাকা টাইপ করে Send করুন।
Bkash এর মাধ্যমে Payment করুন:
বিকাশ একাউন্ট থেকে *২৪৭# ডালাল করে Payment সিলেক্ট করুন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার প্রদান করে পিন নাম্বার দিয়ে এইচএসসি রোল নাম্বার প্রদান করে ৬৫০ টাকা Payment করে সম্পূর্ন করুন।
আবেদনকারীর যোগ্যতা:
* যে সকল ছাত্র/ছাত্রীরা ২০১৭/২০১৮ সালের এসএসসি বা সমমান এবং ২০১৯/২০২০ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সে সকল ছাত্র/ছাত্রীরাই আবেদন করতে পারবে।
* আবেদনকারীকে অবশ্যই এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম (৪র্থ বিষয়সহ) প্রতিটিতে জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ হতে হবে ৭.০০ পয়েন্ট।
* পরীক্ষার্থীদের অবশ্যই এসএসসি/সমমানের পরীক্ষায় এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই এইচএসসি/সমমানের পরীক্ষায় অবশ্যই তার আবশ্যকি বিষয় পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং জীববিদ্যাসহ প্রতিটিতে নূন্যতম ৩.০০ জিপিএ থাকতে হবে।
ভর্তি পরীক্ষার নম্বর বন্টন/যেভাবে মেধাতালিকা প্রকাশ করা হবে:
মোট নম্বর ২০০ যার মধ্যে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা এবং এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে এসএসসিতে ৪০% এবং এইচএসসিতে ৬০% গুণন করে এবং এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রাপ্ত নম্বর এর সাথে যোগ করে মেধাতালিকা প্রকাশ করা হবে। এমসিকিউ পরীক্ষায় পাস নম্বর ৪০।
নম্বর বন্টন: (উচ্চ মাধ্যমিকের পঠিত বিষয় সমূহ থেকে প্রশ্ন আসবে)
ইউনিট-এ: পদার্থবিদ্যা-২০, রসায়ন-২০, জীববিদ্যা-২০, গণিত-১৫ ও সাধারণ জ্ঞান-১০।
ইউনিট-বি: গণিত-৩০, ইংলিশ ল্যাংগুয়েজ এন্ড কমিউনিকেশন-৩০, এনালাইটিক্যাল এবিলিটি-৩০, সাধারণ জ্ঞান-১০।
ইউনিট সি: পদার্থবিদ্যা-২৫, রসায়ন-২৫, গণিত-২৫, ইংরেজী-১৫, সাধারণ জ্ঞান-১০
উল্লেখ্য যে, প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।
ইউনিট | অনুষদ | বিষয় | আসন সংখ্যা |
এ | কৃষি, মাৎস্যবিজ্ঞান, অ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেনারি মেডিসিন, ডিজাষ্টার ম্যানেজমেন্ট, নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স, ল্যান্ড ম্যানেজমেন্ট এন্ড অ্যাডমিনিষ্ট্রেশন | ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচার (অনার্স), ব্যাচেলর অব সায়েন্স ইন ফিশারিজ (অনার্স), ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন, ব্যাচেলর অব সায়েন্স ইন অ্যানিমেল হাজবেন্ড্রি (অনার্স), ব্যাচেলর অব সায়েন্স ইন ল্যান্ড ম্যানেজমেন্ট এন্ড অ্যাডমিনিষ্ট্রেশন (অনার্স) | ৫৬০ জন |
বি | বিসনেস অ্যাডমিনিষ্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট | ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিষ্ট্রেশন | ১০০ জন |
সি | কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং | ব্যাচেলর অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং | ৭০ জন |
পরীক্ষা হলে সতর্ককরণীয় বিষয় সমূহ:
* আবেদনকারীকে ডাউনলোডকৃত প্রবেশপত্র সংঘে নিয়ে আসতে হবে।
* এক বার আবেদন করার পর দ্বিতীয়বার আবেদন করতে পারবে না।
* অনলাইনে আবেদন ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদান করা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
* আবেদন করার পর কোন কোটা গ্রহণ যোগ্য হবে না।
* ভর্তি পরীক্ষায় কেবলমাত্র fx-100(MS,S,V,W,Z,C,D) fx-570(MS,S,W,Z), fx-991 (MS,W,S,H,Z) ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
* মোবাইল ফোন, ঘড়ি বা অন্য কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না।