দেশের ৯টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফল ১২ই মে দুপুর ১১টায় প্রকাশ করা হয়েছে। গড় ৮৩.০৪% শিক্ষার্থী পাস করেছে। একই সময়ে মোবাইল এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট পাওয়া যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি আবেদনের ১ম মেধা তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং খুব শীঘ্রই প্রকাশ করা হব। ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা যাবে এছাড়া মোবাইল এসএমএসের মাধ্যমেও রেজাল্ট জানা যাবে।
বাংলাদেশ ব্যাংকের একশত টাকা সমমূল্যের প্রাইজবন্ডের ১১৪তম ড্র রেজাল্ট প্রকাশিত হয়েছে ৩১শে জানুয়ারি ২০২৪ বুধবার এবং এখানেই রেজাল্ট দেখা যাবে। ১১৪তম প্রাইজ বন্ড ড্র এর ৬ লাখ টাকার প্রথম পুরষ্কার বিজয়ী নাম্বার ০৫৯৭৯৫৪ । প্রতিটি সিরিজের এই নাম্বার বিজয়ী হিসেবে বিবেচিত হবেন, যেমন ৭৫টি সিরিজের ৭৫জন ৬ লাখ টাকা করে প্রথম পুরষ্কারের জন্যে বিজয়ী হয়েছেন এবং অন্যান্য বিজয়ী নাম্বারের জন্যেও একই নিয়ম প্রযোজ্য।
আজ ২৬শে নভেম্বর বেলা ১২:০০টায় সকল বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, গড় পাসের হার ৭৮.৬৪% এবং জিপিএ-৫ পেয়েছে ৯২,৫৯৫ জন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা পৌনে বারটায় কম্পিউটরের বাটন চেপে রেজাল্ট প্রকাশ করেন। গত বছরের তুলনায় এবারে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার কমেছে।
২০২৩-২০২৪ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ১ম মেধা তালিকা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ৫ই সেপ্টেম্বর ২০২৩ তারিখে প্রকাশ করা হয়েছে। প্রথম মেধাতালিকায় প্রায় ১২ লাখ ৮০ হাজারের বেশি শিক্ষার্থীকে পছন্দকৃত কলেজে ভর্তির জন্যে মনোনিত করা হতে পারে। নির্ধারিত সময়ে মোট ১৩,০২,২৮৪ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্যে আবেদন জমা দিয়েছিল।
নিন্ম মাধ্যমিক পর্যায়ের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জেডিসি পরীক্ষার ফল আজ ৩১শে ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে প্রকাশিত হয়েছে, পাশের হার ৮৭.৯০%, জিপিএ-৫ পেয়েছে ৭৮,৪২৯ জন। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও ওয়েবসাইট থেকে এবং মোবাইল এসএমসএস এর মাধ্যমে রেজাল্ট সংগ্রহ করা যাবে।
দেশব্যাপী ক্ষুদে শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয় সমাপনী ও ইবতেদায়ী মাদ্রাসার সমাপনী পরীক্ষার রেজাল্ট আজ মঙ্গলবার, ৩১শে ডিসেম্বর ২০১৯ দুপুর ১:০০টায় সারা দেশে একযোগে প্রকাশিত হয়েছে, পাসের হার ৯৫.৫০%।
আরো পড়ুন …