আপনার ভাষা নির্বাচন করুন

আজ ২৬শে নভেম্বর বেলা ১২:০০টায় সকল বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, গড় পাসের হার ৭৮.৬৪% এবং জিপিএ-৫ পেয়েছে ৯২,৫৯৫ জন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা পৌনে বারটায় কম্পিউটরের বাটন চেপে রেজাল্ট প্রকাশ করেন। গত বছরের তুলনায় এবারে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার কমেছে।

 

এইচএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষণের আবেদন পদ্ধতি


উল্লেখ্য যে গত ১৭ই আগষ্ট তারিখে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয়েছে সেপ্টেম্বরে তারিখে। এবার সাড়ে ১৩ লাখের বেশি শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহন করে।

পরীক্ষার্থী ও অভিভাবকগন ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইট থেকে এবং পাশাপাশি মোবাইল এসএমএসের মাধ্যমেও এইচএসসি পরীক্ষার ফল জানতে পারবেন

ওয়েবসাইটে এইচএসসি ও সমমানের রেজাল্ট দেখুন

 

মোবাইল এসএমএসের মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখবেন?

মোবাইল এসএমএসের মাধ্যমে এইচএসসি ফল জানতে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখেুন-

HSC সাধারণ ও কারিগরি শিক্ষাবোর্ডের জন্যে অথবা Alim মাদ্রাসা বোর্ডের জন্যে <space> বোর্ডের নামের ইংরেজি প্রথম তিন অক্ষর <Space> রোল নাম্বার <Space> পরীক্ষার বছর
এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।


উদাহরন:

সাধারন শিক্ষা বোর্ডের জন্যে- রোল নং 256435 ও ঢাকা বোর্ড হলে
HSC<space>DHA<space>256435<space>2023


মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যে- রোল নং 356435 হলে
ALIM<space>MAD<space>356435<space>2023


কারিগরি শিক্ষা বোর্ডের জন্যে- রোল নং 456435 হলে
HSC<space>TEC<space>456435<space>2023

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট

 

Pin It
এখানে আপনার মতামত দিন