২৬শে নভেম্বর এইচএসসি, আলিম ও বিএম পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। অনেক শিক্ষার্থী ও অভিভাবকের নিকট তাদের প্রাপ্ত রেজাল্ট অপ্রত্যাশিত মনে হতে পারে। বা করো ধারনা হতে পারে যে তিনি আরো ভাল পরীক্ষা দিয়েছেন কিন্তু সে অনুযায়ী ভাল রেজাল্ট আসে নি। কখনো কখনো আবার পরীক্ষক ছাত্র-ছাত্রীদের পরীক্ষার উত্তরপত্র দেখতে গিয়ে ভুল করে করে থাকেন। কোন শিক্ষার্থী বা তাদের অভিভাবকদের এ ধরনের সন্দেহ হলে তারা পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের জন্যে আবেদন করতে পারবেন।
উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট
পরীক্ষার রেজাল্ট পুনঃনিরীক্ষণের আবেদন খুবই সহজ এবং নিজের মোবাইল থেকেই এসএমএসের মাধ্যমে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্যে আবেদন করা যায়। প্রতিটি সাবজেক্টের উত্তরপত্র পুণঃমূল্যায়নের আবেদন করতে আপনার মোবাইল ব্যালেন্স থেকে ১৫০টাকা করে ফি কেটে নিবে।
২৭শে নভেম্বর থেকে এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়েছে এবং শেষ হবে ০৩ ডিম্বের ২০২৩ তারিখে।
পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করতে দুটি এসএমএস পাঠাতে হবে।
এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করতে আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমান ব্যালেন্স রেখে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন-
১ম এসএমএস:
RSC<space> বোর্ডের নামের ১ম তিন অক্ষর <space> রোল নাম্বার <space> বিষয় কোড
লিখে পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
উদাহরন: RSC DHA 123456 101 লিখে পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
ফিরতি এসএমএসে আপনার মোবাইলে একটি পিন নাম্বার আসবে। পিন নাম্বারটি দিয়ে নিম্নোক্তভাবে ২য় এসএমএসটি পাঠান।
২য় এসএমএস:
RSC<space>YES<space>PIN<space>যোগাযোগের মোবাইল নাম্বার
লিখে পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
উদাহরন: RSC YES 987654 019906007xx
লিখে পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
সঠিক ভাবে পুনঃনিরীক্ষণের আবেদন পাঠানো হলে আপনার মোবাইল থেকে আবেদন ফি কেটে নেয়া হবে এবং একটি কনফার্মেশন মেসেজের মাধ্যমে আপনাকে তা জানিয়ে দেয়া হবে।
উল্লেখ্য যেসব বিষয়ে ১ম ও ২য় পত্র রয়েছে সেগুলিতে আবেদন করতে ৩০০টাকা করে ফি প্রদান করতে হবে।
পুনঃনিরীক্ষণ আবেদন শুরু | ২৭শে নভেম্বর ২০২৩ |
পুনঃনিরীক্ষণ আবেদন শেষ | ০৩ ডিসেম্বর ২০২৩ |