সারা দেশ ব্যাপি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসার খুদে ছাত্র-ছাত্রীদের সমাপনী পরীক্ষা ১৭ই নভেম্বর থেকে শুরু হয়েছে। প্রথমিক শিক্ষা অধিদপ্তর অনেক আগে ২২শে আগষ্ট পরীক্ষার রুটিন প্রকাশ করে। রুটিন অনুযায়ী পরীক্ষা শেষ হবে ২৪শে নভেম্বর ২০১৯ তারিখে।
প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার খাতা নিজ নিজ উপজের শিক্ষকগনই মূল্যায়ন করবেন।
সাধারনত প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার ইবতেদায়ী উভয় পরীক্ষাই একই সময় শুরু ও শেষ হয়ে থাকে। এ বছর প্রতিদিন সকাল ১০:৩০ টায় পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে বেলা ১:০০ টায়।
শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের পরীক্ষার এডমিট কার্ড সংগ্রহ করবে। এডমিট ছাড়া কোন শিক্ষার্থীকে পরীক্ষা হলে ঢুকতে দেয়া হবে না।
প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী ও মাদ্রসার ইবতেদায়ী পরীক্ষার রুটিন এখানে দেয়া হয়েছে-
উল্লেখ্য যে, প্রতিবন্ধী শিক্ষার্থীরা অতিরিক্ত পরীক্ষার জন্যে অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে।
অনেকেই অবগত আছেন যে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর আগে নভেম্বরের শুরুতে নিন্ম মাধ্যমিক ছাত্রদের জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়ে থাকে। এ বছর ২রা নভেম্বর থেকে জেএসসি ও মাদ্রাসার জেডিসি পরীক্ষা শুরু হবে। আপনাদের জন্যে উভয় পরীক্ষার রুটিনের লিংক দেয়া হয়েছে।