আপনার ভাষা নির্বাচন করুন

দেশের সকল শহর, জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তির আবেদন চলছে। গত ১৬ই নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং চলবে আগামী ৬ই ডিসেম্বর পর্যন্ত। এবারেও অনলাইন লটারি পদ্ধতিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

 

 

 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই নির্দেশনা ও প্রক্রিয়া ব্যাতীত কোন বিদ্যালয় নিজেদের মত করে শিক্ষাথী ভর্তি করতে পারবে না।

নিচে প্রদত্ত লিংকে গিয়ে নির্ধারিত ফরমে যথাযথ তথ্য দিয়ে আবেদন করে সাবমিটকৃত ফরম টি ডাওনলোড করে প্রিন্ট করে সংরক্ষন করতে হবে। আবেদন করার পর একটি ইউজার আইডি পাওয়া যাবে যেটি ব্যবহার করে ১১০টা আবেদন ফি জমা দিতে হবে, অন্যথায় আবেদন ফরমটি গৃহীত হবে না।

আগমী ৬ই ডিসেম্বর বিকা ৫টা পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।

২০১০ শিক্ষানীতি অনুযায়ী ১ম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্যে শিশুর সর্বনিন্ম বয়সসীমা হবে ৬ বছর।

আবেদন করার সময় প্রতিটি শিক্ষার্থী ক্রমনুসারে সর্বোচ্চ ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবে।

উল্লেখ্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীগনের ভর্তি উপযুক্ত সন্তানদের সমান সংখ্যক আসন ঐ বিদ্যালয়ে তাদের জন্যে সংরক্ষিত থাকবে।

অন্যান্য বারের মত এবারও অনলাইন লটারির মাধ্যমে শিক্ষাথী নির্বাচন করে ছাত্রী-ছাত্রী ভর্তি করা হবে। এর বাইরে কোন শিক্ষা প্রতিষ্ঠান কোন শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না।

 

 

 মাধ্যমিক সরকারি বিদ্যালয়সমুহে ভর্তি সারাংশ

 আবেদন শুরু
 ১৬ই নভেম্বর ২০২২
 আবেদন শেষ
 ০৬ই ডিসেম্বর ২০২২
 আবেদন ফি  ১১০ টাকা
 ছাত্র-ছাত্রী নির্বাচন পদ্ধতি
 অনলাইন লটারি পদ্ধতি
 ভর্তির লটারির ফল প্রকাশ  ১০ই ডিসেম্বর ২০২২
 নির্বাচিতদের ভর্তির সময়সীমা  ১১ থেকে ২৮শে ডিসেম্বর ২০২২
 সুত্র  www.dshe.gov.bd
   
 প্রদত্ত তথ্যগুলি সঠিক ও প্রয়োজনীয় মনে হলে শেয়ার করুন

 

সরকারী বিদ্যালয়সমুহের ১ম থেকে নবম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া

 

ছাত্র-ছাত্রী ভর্তি করার সকল তথ্য ও আবেদনের নিয়মাবলী এখানে দেয়া আছে।

 

সরকারী বিদ্যালয়সমুহের ভর্তি বিজ্ঞাপন ও আবেদন প্রক্রিয়াসরকারী বিদ্যালয়সমুহের ১ম থেকে ৯ম শ্রেণির ভর্তি বিজ্ঞাপন ও আবেদন প্রক্রিয়াসরকারী বিদ্যালয়সমুহের প্রথম থেকে নবম শ্রেণির ভর্তি বিজ্ঞাপন ও আবেদন প্রক্রিয়া

 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমুহের ভর্তি বিজ্ঞাপনটি নিচে এটাচম্যান্ট থেকে ডাওনলোড করতে পরবেন।

 

Attachment(s)

 Download this alormela pdf file সরকারি বিদ্যালয়ে ভর্তি বিজ্ঞাপন
 1.2 MB
   
 
Pin It
এখানে আপনার মতামত দিন