বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্মাতক ১ম সেমিষ্টার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০টি সাধারণ বিশ্ববিদ্যালয়ের ন্যায় বঙ্গবন্ধু শেখ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ১৯, ২৬ জুন ও ৩ জুলাই অনুষ্ঠিত হবে।
ভর্তির যোগ্যতা:
২০১৭/২০১৮ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রী ও-লেভেল ও এ-লেভেলে উত্তীর্ণ প্রার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
অন লাইনে ভর্তির আবেদন শুরু = ০১ এপ্রিল ২০২১ইং
অন লাইনে ভর্তির আবেদন শেষ = ১৫ এপ্রিল ২০২১ইং
প্রবেশপত্র ডাউনলোডের তারিখ =
আবেদন ফি (এ, বি, সি ও ডি প্রতিটি ইউনিটের জন্য) ৫৫০ টাকা।
দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু = ২৪ এপ্রিল ২০২১ইং
দ্বিতীয় পর্যায়ের আবেদন শেষ = ২৫ মে ২০২১ইং
প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী = ১৯, ২৬ জুন এবং ৩ জুলাই অনুষ্ঠিত হবে।
এ-ইউনিটে বিজ্ঞান বিভাগের ছাত্র/ছাত্রীদের জন্য এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান ৪র্থ বিষয়সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। নূন্যতম প্রত্যেকটি পৃথক বিষয়ে ৩.০০ গ্রেড থাকতে হবে।
অন্যান্য ইউনিটের ক্ষেত্রে:
বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সর্বমোট জিপিএ (৪র্থ বিষয়সহ) ৬.৫০ পেতে হবে।
মানবিক ও বাণিজ্য বিভাগের ছাত্র/ছাত্রীদের উভয় পরীক্ষায় নূন্যতম জিপিএ ৬.০০ থাকতে হবে।
ও-লেভেল ছাত্র/ছাত্রীদের ৩টি বিষয়ে এবং এ-লেভেল ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে ২টি বিষয়ে বি-গ্রেড থাকতে হবে।
সি-ইউনিটে সকল ছাত্র/ছাত্রীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।
ভর্তি পরীক্ষা ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পাস নম্বর ২৫। এসএসসি/এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ১০+১০ = ২০ গণনা করে এবং আর্কিটেকচারের জন্য ড্রয়িং পরীক্ষা দিতে হবে। ড্রয়িং এর কাগজ, উপকরণ ছাত্র/ছাত্রীদের সঙ্গে নিয়ে আসতে হবে।
পরীক্ষার নম্বর বন্টন:
এ-ইউনিটের জন্য = পদার্থ বিজ্ঞান-৩০, গণিত-৩০, রসায়ন-২০
বি-ইউনিটের জন্য = পদার্থ বিজ্ঞান-৩০, গণিত-৩০, রসায়ন-২০
সি-ইউনিটের (বিজ্ঞান শাখার জন্য) পদার্থবিজ্ঞান-১৫, রসায়ন-৩০, জীববিজ্ঞান-৩৫, অন্যান্য শাখার জন্য, বাংলা-২০, ইংরেজী-৩৫, সাধারণ জ্ঞান-১০
ডি-ইউনিটের জন্য = বাংলা-৩০, ইংরেজী-৪০, সাধারণ জ্ঞান-১০
ই-ইউনিটের জন্য = বাংলা-২০, ইংরেজী-৪০, সাধারণ জ্ঞান-২০
এফ-ইউনিটের জন্য = বাণিজ্য শাখা = ইংরেজী-২০, হিসাববিজ্ঞান-৩০, ব্যবসায় নীতি-৩০, অন্যান্য শাখার জন্য = বাংলা-২০, ইংরেজী-৩৫, সাধারণ জ্ঞান ও গাণিতিক যুক্তি-২৫
জি-ইউনিটের জন্য = বাংলা-২০, ইংরেজী-৪০, সাধারণ জ্ঞান-২০
এইচ-ইউনিটের জন্য = পদার্থ-১৫, রসায়ন-৩০, জীববিজ্ঞান-৩৫
আই-ইউনিটের জন্য = পদার্থবিজ্ঞান-২০, গণিত-২০, রসায়ন-১০, ড্রয়িং-৩০