২০২০-২০২১ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক অনলাইনের প্রাথমিক আবেদন শুরু আগামী ১এপ্রিল ২০২১ইং থেকে প্রাথমিক আবেদনের সমাপ্তি ১৫ই এপ্রিল পর্যন্ত। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিস্তারিত বিষয় নিচে উল্লেখ করা হলো। বেরোবি ভর্তি ২০টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর) এ ৬টি অনুষদভুক্ত এর অধীনে ২৬টি বিভাগে ছাত্র/ছাত্রী ভর্তি করানো হবে। ১ম বর্ষ সম্মান, বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ প্রোগ্রামে।
ভর্তির আবেদনের যোগ্যতা:
এসএসসি পরীক্ষার্থীদের অবশ্যই ২০১৭/২০১৮ সালের এসএসসি পাস এবং ২০১৯/২০২০ সালের এইচএসসি পাস প্রার্থীরাই আবেদন করতে পারবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যায়ের ভর্তি পরীক্ষার জন্য।
A-Unit: কলা অনুষদে মানবিক শাখায় এসএসসিতে ৩.০০ জিপিএ এবং এইচএসসিতে (৪র্থ বিষয়সহ) ৩.০০ জিপিএসহ মোট ৬.৫০ পয়েন্ট থাকতে হবে।
ব্যবসা শাখায় ছাত্র/ছাত্রীদের এসএসসিতে ৩.০০ জিপিএ এবং এইচএসসিতে (৪র্থ বিষয়সহ) ৩.০০ জিপিএসহ মোট ৬.৫০ পয়েন্ট থাকতে হবে।
বিজ্ঞান শাখায় এসএসসিতে নূন্যতম জিপিএ ৩.৫০ এইচএসসিতে নূন্যতম জিপিএ ৩.০০ উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) সর্বমোট ৭.০০ পয়েন্ট থাকতে হবে।
B-Unit: সামাজিক বিজ্ঞান অনুষদে মানবিক শাখায় এসএসসিতে ৩.৫০ জিপিএ এবং এইচএসসিতে (৪র্থ বিষয়সহ) ৩.০০ জিপিএসহ মোট ৭.০০ পয়েন্ট থাকতে হবে।
ব্যবসা শাখায় ছাত্র/ছাত্রীদের এসএসসিতে ৩.৫০ জিপিএ এবং এইচএসসিতে (৪র্থ বিষয়সহ) ৩.৫০ জিপিএসহ মোট ৭.৫০ পয়েন্ট থাকতে হবে।
বিজ্ঞান শাখায় এসএসসিতে নূন্যতম জিপিএ ৩.৫০ এইচএসসিতে নূন্যতম জিপিএ ৩.৫০ উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) সর্বমোট ৭.৫০ পয়েন্ট থাকতে হবে।
C-Unit: বিজনেস স্টাডিজ অনুষদে মানবিক শাখায় এসএসসিতে ৩.০০ জিপিএ এবং এইচএসসিতে (৪র্থ বিষয়সহ) ৩.০০ জিপিএসহ মোট ৬.৫০ পয়েন্ট থাকতে হবে।
ব্যবসা শাখায় ছাত্র/ছাত্রীদের এসএসসিতে ৩.০০ জিপিএ এবং এইচএসসিতে (৪র্থ বিষয়সহ) ৩.০০ জিপিএসহ মোট ৬.০০ পয়েন্ট থাকতে হবে।
বিজ্ঞান শাখায় এসএসসিতে নূন্যতম জিপিএ ৩.০০ এইচএসসিতে নূন্যতম জিপিএ ৩.০০ উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) সর্বমোট ৬.৫০ পয়েন্ট থাকতে হবে।
D-Unit: বিজ্ঞান অনুষদ: উক্ত অনুষদে শুধু মাত্র বিজ্ঞান বিভাগে এসএসসিতে পাস ছাত্র/ছাত্রীরা আবেদন করতে পারবে মাধ্যমকি ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পৃথক পৃথকভাবে ৩.৫০ এইচএসসিতে (৪র্থ বিষয়সহ) সর্বমোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
E-Unit: প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ: বিজ্ঞান বিভাগ হতে এসএসসিতে ৩.৫০ ও এইচএসসিতে ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে তবে গণিত ও পদার্থ বিজ্ঞানে নূন্যতম এ-গ্রেড থাকতে হবে।
F-Unit: জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ: এই বিভাগে বিজ্ঞান, মানবিক, ব্যবসা শাখার সকল ছাত্র/ছাত্রীরা আবেদন করতে পারবে। বিজ্ঞান বিভাগরে ছাত্র/ছাত্রীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পৃথকভাবে ৩.৫০ এইচএসসিতে (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ বিজ্ঞান বিভাগের জন্য ৭.০০ থাকতে হবে।
মানবিক ও ব্যবসায় শাখায় ছাত্র/ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষায় ৩.৫০ এইচএসসিতে (৪র্থ বিষয়সহ) ৩.০০ জিপিএ সহ মোট ৭.০০ পয়েন্ট হতে হবে।
তবে ২০১৬ সালের পূর্বে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না।
ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু = ১ এপ্রিল ২০২১ইং
ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের সমাপ্তি তারিখ = ১৫ই এপ্রিল ২০২১ইং
প্রাথমিক আবেদনের রেজাল্ড = ২৩ এপ্রিল
ভর্তি পরীক্ষা = ১৯, ২৬ জুন এবং ৩ বা ১০ জুলাই ২০২১ইং
চূড়ান্ত ভর্তি পরীক্ষার ফি = ৬০০ টাকা
ভর্তি পরীক্ষায়র আবেদন ফিস ইউনিট প্রতি:
A-Unit: ৪৪০ টাকা।
B-Unit: ৬৫০ টাকা।
C-Unit: ৪৯৫ টাকা।
D-Unit: ৪৯৫ টাকা।
E-Unit: ৩৮৫ টাকা।
F-Unit: ৩৮৫ টাকা।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষার্থীরা শুধু মাত্র ডি, ই ইউনিট ব্যতীত সকল ইউনিট ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।
ভর্তি পরীক্ষার জন্য ছাত্র/ছাত্রীদের যা সঙ্গে আনতে হবে:
এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড।
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র দুই কপি এক কপি পরীক্ষায় পরিদর্শকের নিকট জমা দিতে হবে এবং এক কপি ছাত্র/ছাত্রীরা নিজেদের হাতে রাখতে হবে।
পরীক্ষা শুরু হবার ৩০ মিনিট পূর্বে পরীক্ষা হলে ছাত্র/ছাত্রীদের প্রবেশ করতে হবে।
পরীক্ষা হলে কোন প্রকার ডিজিটাল ঘরি, মোবাইল ফোন, ক্যালকুলেটর সঙ্গে নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না।
নম্বর বন্টন:
৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮০ টি এমসিকিউর জন্য ১ ঘন্টা সময় নির্ধারিত থাকবে। পরীক্ষার পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।
নম্বর বন্টন:
এ-ইউনিট: বাংলা-৩০, ইংরেজী-৩০, সাধারণ জ্ঞান-২০, (বাংলাদেশ বিষয়াবলি-১০, আন্তর্জাতিক বিষয়াবলি-১০)
বি-ইউনিট: বাংলা-২০, ইংরেজী-২০, সাধারণ জ্ঞান ও দক্ষতা নিরুপণ পরীক্ষা-৪০।
সি-ইউনিট: মাধ্যমিক পরীক্ষা থেকে বাংলা-২০, ইংরেজী-২০, আইসিটি-২০
উচ্চ মাধ্যমিক ব্যবসা শাখায় পরীক্ষা থেকে হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায়- ৩০,
উচ্চ মাধ্যমিক বিজ্ঞান ও মানবিক শাখা থেকে সাধারণ জ্ঞান ও আইসিটি-৩০
ভর্তি পরীক্ষায় ছবির মাপ 300X300 পিক্সেল এবং সাইজ 100KB এর নিচে হবে না। স্বাক্ষরের ক্ষেত্রে 300X80 পিক্সেল এবং সাইজ 60KB এর নিচে হবে না।