২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ১ম বর্ষের ভর্তি আবেদন ২৩শে ফেব্রুয়ারিতে শেষ হয়েছে আর ভর্তির আবেদন শুরু হয়েছিল ১৩ই ফেব্রুয়ারি ২০২৩ তারিখে। এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ই মার্চে। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল গত ৯ই ফেব্রুয়ারি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
২০১৯ বা ২০২০ সালের এসএসসি সমমান এবং ২০২১ বা ২০২২ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় নূন্যতম জিপিএ ৯.০০ থাকতে হবে। জিপিএ ৯.০০ এর কম থাকলে ভর্তির আবেদন করতে পারবে না। তবে উপজাতীয় বা পার্বত্য জেলার অ-উপজাতীয়দের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি এবং সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ ৮.০০ থাকতে হবে।
এসএসসি/এইচএসসি বা সমমান পরীক্ষায় পৃথক পৃথকভাবে নূন্যতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। এইচএসসিতে জীববিজ্ঞানে ৩.৫০ পয়েন্ট থাকতে হবে।
বিদেশি শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে যারা O-Level, A-Level ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থীরা, পরিচালক, চিকিৎসা স্বাস্থ্য, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা এর বরাবর ২০০০ (দুই হাজার) টাকার ব্যাংক ড্রাফট/পে অর্ডারসহ আবেদন করতে হবে।
যারা আবেদন করতে পারবে না:
২০১৯ সালের পূর্বে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে সকল ছাত্র/ছাত্রী আবেদন করতে পারবে না।
মেডিকেলে ভর্তি আবেদন শুরু: ১৩ ফেব্রুয়ারি
ভর্তির আবেদনের শেষ তারিখ: ২৩শে ফেব্রুয়ারি
ভর্তির আবেদন ফিস: ১০০০ টাকা
ভর্তির আবেদন জমাদানের শেষ তারিখ: ২৪ ফেব্রুয়ারি
প্রবেশ পত্র উত্তোলন: ৬ ও ৭ মার্চ
ভর্তি পরীক্ষা: ১০ মার্চ সকাল ১০,০০ ঘটিকায়
ভর্তি পরীক্ষার বিষয়ভিত্তিক মানবন্টন:
পদার্থ বিজ্ঞান: ২০
রসায়ন বিজ্ঞান: ২৫
জীববিজ্ঞান: ৩০
ইংরেজী: ১৫
বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি: ৬
আন্তর্জাতিক বিষয়াবলী: ৪
সর্বমোট: ১০০
১০০ ভাগের (এমসিকিউ) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। ১০০ নম্বরের এমসিকিউ নম্বরের মধ্যে নূন্যতম ৪০ নম্বর পেতে হবে। ৪০ এর কম পেলে ভর্তির জন্য বিবেচিত হবে না। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকা প্রকাশ করা হবে।
এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ১৫ গুণ + এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ২৫ গুণ + ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর থেকে ৫ কর্তন করে পূর্ববর্তী বছরে সরকারি মেডিকেল কলেজে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের মোট নম্বর থেকে ০৭.৫ নম্বর কর্তন করা হবে। এবং ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।
ভর্তির আবেদনের ছবির সাইজ হবে 300X300 pixel এবং 100KB এর বেশি হবে না।
স্বাক্ষরের মাপ 300X80 pixel এবং 60KB এর বেশি হবে না।
আবেদনকারীর প্রার্থীর বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা ইংরেজীতে পূরণ করতে হবে।
একজন পরীক্ষার্থী তার পছন্দের জন্য সর্বোচ্চ চারটি বিষয় উল্লেখ করতে পারবে।
Teletalk Prepaid মোবাইল ফোনের Message অপশনে গিয়ে MBBS লিখে, স্পেস দিয়ে User ID লিখে 16222 নম্বরে SMS করতে হবে।
উদাহরণ: MBBS<Space>FRLGCT Type করে Send করুন 16222 নম্বরে। এখানে FRLGCT হলে ফরম পূরন করে পাওয়া USER ID
উদাহরণ-MBBS<Space>YES<Space>445790<Space>16,12,21,22 Type করে Send করুন 16222 নম্বরে।