জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজ সমুহে ডিগ্রী পাস কোর্সে ভর্তির আবেদন চলছে। গত ২রা আগষ্ট থেকে ভর্তির জন্যে অনলাইন আবেদন শরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়ার সময়সীমা ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ডিগ্রীতে ভর্তির জন্যে কোন রকম ভর্তি পরীক্ষা নেয়া হয়। এসএসসি ও এইচএসসি মেধাক্রম অনুসারে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেয়া হয়ে থাকে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্সে ভর্তি কার্যক্রম অন লাইন আবেদন সম্পর্কিত তথ্য নিচে তুলে ধরা হলো। সাধারনত অনার্সের ভর্তির আবেদনের পর শুরু হয় ডিগ্রী পাস কোর্সের ভর্তির আবেদন। ডিগ্রী পাস কোর্সে আবেদনকারীদের অনলাইনে আবেদন করে নির্দেশনা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
যে সকল শিক্ষার্থী ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে এসএসসি ও ২০২০, ২০২১, ২০২২ সালে এসইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস করেছে তারা ডিগ্রী পাস কোর্সে ভর্তির জন্যে যোগ্য বলে বিবেচিত হবে। এক্ষেত্রে তাদের অবশ্যই এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় নূন্যতম GPA-2.00 থাকতে হবে।
ডিগ্রীতে যে সব কোর্সে ভর্তি হওয়া যায়। কোর্স সমূহ হলো:
(ক) বিএ (Bachelor of Arts)
(খ) বিএসএস (Bachelor of Science)
(গ) বিবিএস (Bachelor of Business Studies)
(ঘ) বিএসসি (Bachelor of Science)
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রী পাস কোর্সে ভর্তির সংশোধিত বিজ্ঞপ্তি:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রী পাস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি:
একনজরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রী পাস কোর্সে ভর্তি: |
|
আবেদন শুরু |
২রা আগষ্ট ২০২৩ |
আবেদন শেষ |
২৬শে সেপ্টেম্বর ২০২৩ |
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ (PDF file) | ৩১শে জুলাই ২০২৩ |
যোগ্যতা GPA (এসএসসি ও এইচএসসি) | GPA 2.00 |
আবেদন ফি (টাকা) | ২৫০/- |
আবেদন পদ্ধতি | আনলাইনে আবেদন |
ভর্তি পরীক্ষা | প্রয়োজন নেই |
ক্লাস শুরু | অক্টোবর ২০২৩ |
সুত্র | www.du.ac.bd |
সংবাদটি সবাইকে জানাতে লাইক ও শেয়ার করুন। কোন মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন |
ডিগ্রীতে ভর্তির বিজ্ঞপ্তিটি পিডিএফ ফাইলে নিচে দেয়া হয়েছে-
Attachment(s) |
|
ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ |
800 KB |
ডিগ্রী পাস কোর্সে ভর্তির নির্দেশনা | 1 MB |