সকল (৯টি) সাধারন শিক্ষা বোর্ডের শনি, সোম ও মঙ্গলবারের জেএসসি গণিত ও বিজ্ঞান পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডে এবং সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়- ঘূর্ণিঝড়ের কারনে স্থগিতকৃত জেএসসি বিজ্ঞান পরীক্ষা ১৩ই নভেম্বর বুধবার ও গণিত পরীক্ষা ১৪ই নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
২রা নভেম্বর ২০১৯ থেকে সারা দেশে এক যোগে জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষা বোর্ড গত ৩রা জুলাই জেএসসি রুটিন প্রকাশ করেছিল। সংশোধিত রুটিন অনুযায়ী পরীক্ষা শেষ হবে আগামী ১৪ই নভেম্বর।
প্রতিদিন সকাল ১০:০০টা থেকে ১:০০টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।
এ বছর ২রা নভেম্বর শনিবার বাংলা পরীক্ষার মাধ্যমে জেএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। গনিত পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা সাধারন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
কার্যকরী সংশোধিত রুটিন:
বাতিলকৃত সংশোধিত রুটিন:
দেশের ৮টি শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি ও মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেএসসি পরীক্ষার রুটিন দেখুন এখানে অথবা আপনি চাইলে রুটিন টি পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করতে পারবেন। পিডিএফ ফাইটি নিচে দেয়া আছে।
এবার সর্বমোট ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন ছাত্র-ছাত্রী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিবে যার মধ্যে ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন জেএসসিতে এবং ৪ লাখ ৯৬৬ জন জেডিসি তে।
মোট ২৯ হাজার ২৬২টি পরীক্ষা কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ছাত্র-ছাত্রীদের মধ্যে ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন ছাত্র ও ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন ছাত্রী রয়েছে। দেশের বাইরেও ৪৫৪ জন ছাত্র-ছাত্রী দুতাবাসের তত্বাবধানে ৯টি কেদ্রে পরীক্ষায় অংশ নিবে।
পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে এডমিট কার্ড ও রেজিষ্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।
উল্লেখ্য যে আগামী ১৭ই নভেম্বর দেশব্যাপি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা শুরু হবে। সমাপনি পরীক্ষার রুটিন লিংকে দেয়া আছে।