নিন্ম মাধ্যমিক পর্যায়ের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জেডিসি পরীক্ষার ফল আজ ৩১শে ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে প্রকাশিত হয়েছে, পাশের হার ৮৭.৯০%, জিপিএ-৫ পেয়েছে ৭৮,৪২৯ জন। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও ওয়েবসাইট থেকে এবং মোবাইল এসএমসএস এর মাধ্যমে রেজাল্ট সংগ্রহ করা যাবে।
সারাদেশের ১০টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের উপস্থিতিতে শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি সকাল ১০:০০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট রেজাল্ট হস্তান্তর করবেন। তারপর বেলা ১২:০০টায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল এসএমএস এর মাধ্যমে সারাদেশে একযোগ রেজাল্ট প্রকাশ করা হবে।
এ বছর মোট ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন ছাত্র-ছাত্রী জেএসসি ও মাদ্রাসা বোর্ডের জেডিসি পরীক্ষায় অংশ নেয় যাদের মধ্যে ২২,৬০,১১৬ জন স্কুল থেকে এবং ৪,০০,৯৬৬ জন মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ গ্রহন করে। এবার ২৯,২৬২টি মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয় আর দেশের বাইরে ৯টি পরীক্ষা কেন্দ্রে জেএসসি ও জেডিসে পরীক্ষা নেয়া হয়।
জেএসসি ও জেডিসি রেজাল্ট দেখুন
২রা নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে তা ১৪ই নভেম্বরে শেষ হয়। উল্লেখ্য যে জেএসসি পরীক্ষা দেশের ৯টি সাধারন শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হয় আর মাদ্রসায় পাঠদানকৃত শিক্ষার্থীদের পরীক্ষা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হয়ে থাকে।
শিক্ষার্থীরা কাঙ্খিত ফল অর্জন করতে ব্যার্থ হলে পরীক্ষার খাতা মুল্যায়ন সম্পর্কে তাদের কোন অভিযোগ থাকলে নির্ধারিত সময়ের মধ্যে তারা পরীক্ষার খাতা পুণঃমূল্যায়নের জন্যে আবেদন করতে পারবে।
জেএসসি ও জেডিসি পরীক্ষার পাশাপাশি প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার রেজাল্টও একই দিনে প্রকাশ করা হয় হয়ে থাকে।