আপনার ভাষা নির্বাচন করুন

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ভর্তি আবেদন ২৭শে ফেব্রুয়ারি ২০২৩ইং তারিখ থেকে শুরু হয়েছে এবং ভর্তির আবেদন জমা দেয়ার সময় শেষ হবে ২০শে মার্চ ২০২৩ইং রোজ সোমবার। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনর্বিন্যাসকৃত ৪টি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনার্স ১ম বর্ষ অনার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত ১৪ই ফেব্রুয়ারিতে।

 


ভর্তি পরীক্ষার আবেদনের শেষ সময় ২০শে মার্চ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।

অন্যান্যবারের মত এবার থেকে সমন্বিত ঘ ইউনিট আর থাকছে না। এছাড়া অন্যন্যা ইউনিটগুলিরও নাম পরিবর্তন করা হয়েছে। যেমন-

১। বিজ্ঞান ইউনিট

২। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট

৩। ব্যবসায় শিক্ষা ইউনিট

৪। চারুকলা ইউনিট


ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি:

 ইউনিট সমুহ  তারিখ  সময়
 চারুকলা ইউনিট  ২৯শে এপ্রিল ২০২৩  ১১:০০ - ১২:৩০
 কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট  ০৬ মে ২০২৩  ১১:০০ - ১২:৩০
 বিজ্ঞান ইউনিট  ১২ মে ২০২৩  ১১:০০ - ১২:৩০
 ব্যবসায় শিক্ষা ইউনিট  ১৩ মে ২০২৩  ১১:০০ - ১২:৩০

 

 


প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি: সকাল ১১:০০টা থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত।


ভর্তি পরীক্ষার মানবন্টন:

ভর্তির জন্যে ১২০ নাম্বারে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। যার মধ্যে ১০০ নাম্বার ভর্তি পরীক্ষার জন্যে নির্ধারিত থাকবে আর ২০ নাম্বার আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের উপর মূল্যায়ন করা হবে।

ক, খ, গ ইউনিটের পরীক্ষার্থীদের জন্য ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। MCQ এর জন্যে ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষার জন্যে ৪৫ সময় বরাদ্দ থাকবে।

শুধুমাত্র “চ” ইউনিটের প্রার্থীদের জন্য ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। ৪০ নম্বরের কম প্রাপ্ত ছাত্র/ছাত্রীরা ভর্তি জন্য বিবেচিত হবে না।


আবেদনকারীর যোগ্যতা:

বিজ্ঞান ইউনিট এর জন্য যে সকল ছাত্র/ছাত্রী ২০১৭-২০২০ সালে এসএসসি, ২০২২ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৮.০০ থাকতে হবে এবং পৃথকভাবে এসএসসি/এইচএসসিতে ৩.৫০ পয়েন্ট থাকতে হবে।


কলা, আইন ও সামাজিক বিজ্ঞাপন ইউনিট এর জন্য যে সকল ছাত্র/ছাত্রী এসএসসি/এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (৪র্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৭.৫০ হতে হবে এবং আলাদাভাবে এসএসসি/এইচএসসি উভয় পরীক্ষায় নূন্যতম জিপিএ থাকতে হবে ৩.০০।


ব্যবসায় শিক্ষা ইউনিট এর জন্য যে সকল ছাত্র/ছাত্রী এসএসসি/এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (৪র্থি বিষয়সহ) জিপিএ থাকতে হবে ৭.৫০ এবং পৃথক পরীক্ষায় থাকতে হবে ৩.৫০ পয়েন্ট।


চারুকলা ইউনিটের ছাত্র/ছাত্রীদের জন্য এসএসসি/এইচএসসি বা সমমানের পরীক্ষায় নূন্যতম জিপিএ থাকবে ৬.৫০ এবং পৃথকভাবে থাকবে ৩.০০ জিপিএ।


মোট ১২০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮০ নম্বরের এমসিকিউ, এসএসসিতে-১০, এইচএসসি-১০, ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০ পেতে হবে। ৪০ এর কম প্রাপ্ত ছাত্র/ছাত্রীরা ভর্তির জন্য কোন আবেদন করতে পারবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া

 

সংক্ষেপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি

 ভর্তি আবেদন শেষ হবে  ২০শে মার্চ ২০২৩
 ভর্তি আবেদন শুরু
 ২৭শে ফেব্রুয়ারি ২০২৩
 ভর্তি বিজ্ঞাপন প্রকাশ  ১৪ই ফেব্রুয়ারি ২০২৩
 মোট আসন সংখ্যা  ৫,৯৬৫টি
 প্রয়োজনীয় GPA (SSC & HSC)  GPA 3.5 & 4.00
 আবেদন ফি (টাকা)  ১০০০/- (প্রতি ইউনিট)
 আবেদন পদ্ধতি  অনলাইনে আবেদন
 আবেদনের লিংক  এখানে আবেদন করুন
 এডমিট কার্ড ডাওনলোড  ১৮ই এপ্রিল ২০২৩
 ভর্তি পরীক্ষার তারিখ  ২৯ এপ্রিল, ০৬, ১২ ও ১৩ মে
 ভর্তি পদ্ধতি  MCQ/ Written
 সুত্র  www.du.ac.bd
   
তথ্য গুলি প্রয়োজনীয় মনে হলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, ধন্যবাদ

 

du admission circular 2023du admission circular 2023 2du admission circular 2023 3 

 

ইউনিট ও উচ্চ মাধ্যমিকের বিভাগ অনুযায়ী ভর্তির আসন সংখ্যা

     ইউনিটের নাম
বিভাগ অনুযায়ী আসন সংখ্যা
মোট আসন
     ----------- বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ ব্যবসায় শিক্ষা বিভাগ ---------
 ১. বিজ্ঞান ইউনিট
১,৮৫১ xx xx ১,৮৫১
 ২. মানবিক, সমাজিক বিজ্ঞান ও আইন ইউনিট
৯০৮ ১,৭৪৪ ২৮২ ২,৯৩৪
 ৩. ব্যবসায় শিক্ষা ইউনিট
৯৫ ২৫ ৯৩০ ১,০৫০
 ৪. চারুকলা ইউনিট
---- ---- ---- ১৩০
মোট:  
২,৮৫৪ ১,৭৬৯ ১,২১২ ৫,৯৬৫

 

উল্লেখ্য যে, যারা ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় পাশ করেছে ও ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে শুধুমাত্র তারাই ঢাবিতে ভর্তির জন্যে আবেদন করতে পারবে।

নিচে সকল ইউনিটের ভর্তি বিজ্ঞাপন পিডিএফ ফাইল আকারে দেয়া আছে। ডাওনলোড করে বিস্তারিত দেখুন।

 

Attachment(s)

Download this alormela pdf file ঢাবি সকল ইউনিটের ভর্তি বিজ্ঞাপন
 500 KB
Download this alormela pdf file ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি বিজ্ঞাপন
 660 KB
Download this alormela pdf file ঢাবি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি বিজ্ঞাপন  250 KB
Download this alormela pdf file ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি বিজ্ঞাপন  3.5MB
Download this alormela pdf file ঢাবি চারুকলা ইউনিটের ভর্তি বিজ্ঞাপন  3 MB
   
 
Pin It
এখানে আপনার মতামত দিন