২০২১ সালের মাদরাসা দাখিল পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর মাদরাসা দাখিল এসএসসি পরীক্ষা ২০২১ সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে অনুষ্ঠিত হবে।
মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সংক্ষিপ্ত সিলেবাস।
মাদরাসা শিক্ষা মন্ত্রী জনাব মাহবুবুর রহমান অনলাইন সংবাদ সম্মেল করে দাখিল পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাস প্রকাশ করে। ২০২০ সালের মার্চ মাস থেকে মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর ফলে মাদরাসা শিক্ষার্থীরাও তাদের কাঙ্খিত শিক্ষা গ্রহণ করতে পারেনি।
বিগত ২৫ জানুয়ারী মাদরাসা শিক্ষা অধিদপ্তর এসএসসি দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে ছিল। বিভিন্ন ধরনের আপত্তির পর সিলেবাস পুনর্বিন্যাস করার উদ্যোগ নেয় মাদরাসা শিক্ষা বোর্ড। তারই লক্ষ্যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়। নিচে এট্যাচম্যান্ট থেকে সকল বিষয়ের পুনর্বিন্যাসকৃত সিলেবাস ডাউনলোড করতে পারবেন।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনা ঠিকমতো করা হয়ে ওঠেনি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এসএসসি দাখিল মাদরাসার ক্ষেত্রে ৬০ কর্ম দিবস নির্ধারন করা হয়েছে।
৪ঠা ফেব্রুয়ারি বৃহস্পতিবার ধর্ম মন্ত্রী জনাব মাহবুবুর রহমান অনলাইন এক সংবাদ সম্মেলন করে বলেছেন ২০২১ সালের জুন মাসে এসএসসি দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। আর তারই লক্ষ্যে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এসএসসি দাখিল শিক্ষার্থীদের ক্লাস শেষ করতে প্রস্ততি নেওয়া হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় সমমানের সকল পরীক্ষা এক সাথে অনুষ্ঠিত হবে। এ জন্য শিক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি নেওয়ার জন্য মাদরাসা দাখিল শিক্ষার্থীদের পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সাজেশন্স প্রনয়ন করা হয়েছে।