আপনার ভাষা নির্বাচন করুন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ২০২১ সালের পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত আকারে প্রকাশ করেছে। সংক্ষিপ্ত সিলেবাস ঢাকা শিক্ষাবোর্ডের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে পাঠানো হয়েছে। এনসিটিবির বিশেজ্ঞদের পরামর্শে সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে।

 

 

শিক্ষাবোর্ডের প্রধানদেরকে নিয়ে গত ৪ঠা ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংশোধিত পুনর্বিন্যাস সিলেবাসের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এরপর এইচএসসি পরীক্ষার্থীরেদ জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাস প্রকাশ করা হয়।

এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস

এইচএসসি পরীক্ষা এর রুটিন

এর আগে ২৫ জানুয়ারী এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছিল ঢাকা শিক্ষাবোর্ড। এ নিয়ে আপত্তির পর সিলেবাস পুনর্বিন্যাস করার উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এইচএসসি পরীক্ষা ২০২১ পুনর্বিন্যাস সিলেবাসের ভিত্তিতে অনুষ্ঠিত হবে।

 

 

২০২০ সালের ১৭ মার্চ থেকে করোনা ভাইরাসের কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ সরকার শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে। এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনার বিঘ্ন ঘটে ঠিকমতো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে পারেনি। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এইচএসসির ক্ষেত্রে ৮৪ কর্মদিবস নির্ধারন করা হয়েছে।

তবে কিছুদিন আগে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি অনলাইন সংবাদ সম্মেলনে বলেছিলেন, ২০২১ সালের জুলাই মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে শিক্ষা প্রতিষ্ঠান কবে নাগাদ খুলবে এবং কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সে সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি অনলাইনে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ২০২১ সালের জুলাই-আগস্ট মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। আর সে লক্ষ্যেই জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এইচএসসির ক্লাস শেষ করতে প্রস্তুতি নেওয়া হয়েছে।

HSC short syllabus

ওয়েব সাইটে প্রকাশিত সংক্ষিপ্ত পাঠ্যক্রমে কোন অধ্যায়গুলো পড়তে হবে এবং সে অধ্যায়ের জন্য কয়টি ক্লাস হবে, সে বিষয়টি নির্ধারন করে দেওয়া হয়েছে। সব কয়টি বিষয়ের প্রতিটি অধ্যায়ের জন্য ক্লাস নির্ধারন করে দেওয়া হয়েছে পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাস। বাংলা ও ইংরেজির ক্ষেত্রে কোন গল্প ও কবিতা পড়তে হবে, সেটিও নির্ধারন করা আছে। এভাবে সব বিষয়ের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। এ সিলেবাসের আলোকেই এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেটিও নির্ধারন করা আছে। এভাবে সব বিষয়ের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। এ সিলেবাসের আলোকেই এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল বিষয়ের সিলেবাস Zip ফাইল আকারে নিচে দেয়া হয়েছে, এখান থেকে সংগ্রহ করে নিন।

উল্লেখ্য যে, অষ্টম শ্রেণির সমাপনী ও এসএসসির ফলাফলের গড় করে ২০২০ সালের এইচএসসির ফল নির্ধারণ করা হয়েছে। জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের মূল্যায়নের ফল ঘোষিত হয়েছে।

Pin It
এখানে আপনার মতামত দিন
1000 symbols left