২০২০-২০২১ শিক্ষাবর্ষে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় সম্বনিত ভর্তি পরীক্ষার প্রাথমিক অনলাইনের আবেদশন শুরু ০১ এপ্রিল এবং দ্বিতীয় পর্যায়ে অনলাইনে ভর্তির আবেদন ২৪ এপ্রিল ২০২১ইং তারিখ থেকে আরম্ভ হয়ে ১ম পর্যায়ের আবেদন ও দ্বিতীয় পর্যায়ের আবেদন শেষ হবে যথাক্রমে ১৫ এপ্রিল ও ২০ মে শেষ হবে। আগ্রর্হী প্রার্থীরা শেষ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোণা)অনলাইনে আবেদনের পর বাছাই প্রক্রিয়ায় উত্তীর্ণ হওয়ার পর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবার পর শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ৩টি অনুষদ ও ৪টি বিভাগ রয়েছে।
ভর্তি হবার জন্য ছাত্র/ছাত্রীদের যে সব যোগ্যতা থাকতে হবে:
২০১৭/২০১৮ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা এবং ২০১৯/২০২০ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার জন্য আবেদন করতে পারবে।
কলা অনুষদ: মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা হতে এসএসসি/এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের এইচএসসিতে (৪র্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৩.০০ সহ মোট ৭.০০ পয়েন্ট থাকতে হবে।
সামাজিক বিজ্ঞান অনুষদ: মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা হতে এসএসসি/এইচএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ (৪র্থ বিষয়সহ) উভয় পরীক্ষায় নূন্যতম ৩.০০ সহ মোট ৭.০০ থাকতে হবে।
বিজ্ঞান অনুষদ: এসএসসি/এইচএসসি বা সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) পৃথক পৃথকভাবে নূন্যতম জিপিএ ৩.৫০ সহ মোট ৮.০০ পয়েন্ট পেতে হবে।
O-Level/A-Level প্রার্থীদের ক্ষেত্রে ২০১৪ বা ২০১৭ সনের পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং ২০১৯ সালের প্রকাশিত O-Level/A-Level পরীক্ষায় ২টি বিষয়ে উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। O-Level/A-Level ৭টি বিষয়ের মধ্যে কম পক্ষে ৪টি বিষয়ে বি-গ্রেড ও ৩টি বিষয়ে সি-গ্রেড থাকতে হবে।
অনুষদ ভিত্তিক বিভাগগুলো হলো:
অনুষদ | বিষয় | আসন সংখ্যা |
কলা অনুষদ | বাংলা, ইংরেজী | ৩০টি |
সামাজিক বিজ্ঞান অনুষদ | অর্থনীতি | ৩০টি |
বিজ্ঞান অনুষদ | কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং | ৩০টি |
১০০ নম্বরের এমসিকিউ এর মধ্যে পাশ নম্বর ৫০ এবং লিখিত ৩০ পরীক্ষার মধ্যে পাশ নম্বর ১২। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের আসন সংখ্যা ১০ গুণ অনুপাতে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে। উভয় পরীক্ষার নম্বর যোগ করে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। তবে উল্লেখ্য যে, প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। কোন প্রকার ভুল ত্রুটি আবেদনের মধ্যে থাকলে ভর্তির আবেদন বাতিল বলে যোগ্য হবে।
প্রার্থীকে অবশ্যই পরীক্ষা শুরু হবার ৩০ মিনিট পূর্বে পরীক্ষা হলে উপস্থিত থাকতে হবে। পরীক্ষায় এমসিকিউ এবং লিখিত উভয় ক্ষেত্রে কালো কালির বলপেন ব্যবহার করতে হবে। ক্যালকুলেটর, মোবাইলফোন, হেডফোন, ব্লুটুথ বা ডিজিটাল ঘরি বা যোগাযোগের মতো কোনো প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনা যাবে না।
পরীক্ষার নম্বর বন্টন:
বিষয় | মানবিক | ব্যবসায় শিক্ষা | বিজ্ঞান |
বাংলা | ৪০ | ১৩ | ১০ |
ইংরেজী | ৩৫ | ১২ | ১০ |
আইসিটি/গণিত/জীববিজ্ঞান (ঐচ্ছিক) যে কোনো ২টি | ২৫ | ২৫ | X |
হিসাব বিজ্ঞান | ২৫ | X | X |
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা | ২৫ | X | X |
ভাষা (বাংলা, ইংরেজী) | ২৫ | X | X |
পদার্থ | ২৫ | X | X |
রসায়ন | ২৫ | X | X |
মোট | ১০০ | ১০০ | ১০০ |
অন লাইনে প্রাথমিক পর্যায়ের আবেদন = ০১ এপ্রিল ২০২১ইং
অন লাইনে প্রাথমিক পর্যায়ের আবেদন শেষ = ১৫ এপ্রিল ২০২১ইং
প্রাথমিক পর্যায়ে আবেদনের রেজাল্ড = ২৩ এপ্রিল ২০২১ইং
দ্বিতীয় পর্যায়ে অন লাইনে আবেদন শুরু = ২৪ এপ্রিল ২০২১ইং
আবেদন শেষ = ২০ মে ২০২১ইং
দ্বিতীয় পর্যায়ে আবেদন ফি = ৫০০ টাকা
প্রবেশপত্র ডাউনলোডের তারিখ = ০১-১০ জুন ২০২১ইং
ভর্তি পরীক্ষার তারিখ = ১৯, ২৬ জনু এবং ৩ জুলাই ২০২১ইং