আপনার ভাষা নির্বাচন করুন

দেশের ১৯টি পাবলিক সাধারন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) সমন্বিত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ১০ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭শে মার্চ, ৩রা এপ্রিল ও ১০ই এপ্রিল ২০২৬ তারিখে। বানিজ্য, মানবিক ও বিজ্ঞান বিভাগ থেকে প্রায় সকল আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়া হবে।

 

 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি’দের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ সেশন থেকে গুচ্ছ ভর্তি পদ্ধতি গ্রহন করেছিল। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ গঠন করা হয়েছে। আর আগে থেকে কৃষি বিশ্ববিদ্যালয় সমুহ গুচ্ছ র্ভতি নিয়ে আসছে।

 

সিদ্ধান্ত অনুযায়ী অনিচছুক বিশ্ববিদ্যালয়সমুহ বাদে বাকি সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে। প্রতিবছর ছাত্র-ছা্ত্রীরা দেশব্যাপি ভর্তি পরীক্ষা দিতে গিয়ে যে যাতায়াত ও অন্যান্য হয়রানির স্বীকার হয়, তা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়।


বিগত বছরগুলিতে দেশব্যাপি করোনা সংক্রমনের কারনে এইচএসসি পরীক্ষা ও ফল বিলম্ব করে গত নভেম্বরে প্রকাশিত হওয়ায় বিশ্ববিদ্যালয় সমুহের সমন্বিত ভর্তি বিজ্ঞাপনও বিলম্ব করে এপ্রিলে প্রকাশ করা হয়।উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর ডিসেম্বরে সমন্বিত ভর্তি বিজ্ঞাপন প্রকাশিত হলেও ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা মার্চ-এপ্রিল’তে নেয়া হবে।

 

 

গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার সম্ভাব্য সময়কাল এখানে দেয়া হল।

 প্রাথমিক অনলাইন আবেদন শুরু  ১০ই ডিসেম্বর ২০২৫
 প্রাথমিক আবেদন সমাপ্তি  ২৪শে ডিসেম্বর ২০২৫
 আবেদন ফি  ১,৫০০ টাকা
 এডমিট কার্ড ডাওনলোড  মার্চ ২০২৬ 
 ভর্তি পরীক্ষার তারিখ  ২৭শে মার্চ ও ০৩ এপ্রিল এবং ১০ই এপ্রিল ২০২৬

 

ভর্তি পরীক্ষার রুটিন

 ইউনিট/ বিভাগ  তারিখ  সময়
 A ইউনিট (বিজ্ঞান)  ১০ এপ্রিল ২০২৬  ১১:০০ - ১২:০০
 B ইউনিট (মানবিক)  ০৩ এপ্রিল ২০২৬  ১১:০০ - ১২:০০
 C ইউনিট (বানিজ্য)  ২৭ মার্চ ২০২৬  ১১:০০ - ১২:০০

 

কিভাবে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি নেয়া হবে?

 

তিনটি ধাপে সমন্বিত বা  গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া হবে, যেমন-

১। সাধারন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২। প্রকৌশল বিশ্ববিদ্যালয় (৩টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়ে আলাদা গুচ্ছ)
৩। কৃষি বিশ্ববিদ্যালয় (পৃথক গুচ্ছ)

 

অর্থাত উপরের তিনটি ক্যাটাগরিতে আলাদা ভাবে ৫টি  পরীক্ষা নেয়া হবে-

► সাধারন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্যে ১টি করে পৃথক ৩টি পরীক্ষা।
► প্রকৌশল বিশ্ববিদ্যালয় সমুহে ভর্তির জন্যে ১টি পরীক্ষা (৩টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়ে আলাদা গুচ্ছ) এবং
► কৃষি বিশ্ববিদ্যালয় সমুহে ভর্তির জন্যে ১টি পরীক্ষা।

 

গুচ্ছ পদ্ধতিতে কিভাবে পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন?

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের একটি মেধা স্কোর দেওয়া হবে। আর অন্যদিকে গুচ্ছ পদ্ধতিতে থাকা বিশ্ববিদ্যালয়গুলি তাদের শর্ত ও চাহিদা উল্লেখ করে ভর্তি বিজ্ঞাপন প্রকাশ করবে। আর প্রাপ্ত মেধা স্কোর অনুযায়ী পছন্দের বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তি হবে।

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নিয়ে ভর্তি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা পরবর্তিতে বিভাগ পরিবর্তন করতে পারবে।

যে সব ছাত্র-ছাত্রী ২০২৪ ও ২০২৫ সালে এইচএসসি পাস করেছে শুধু মাত্র তারা ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করার জন্যে আবেদন করতে পারবে। তবে ভর্তি পরীক্ষায় পাস করার পর আগের বছরে এইচএসসি পাস করা শিক্ষার্থীরা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে তা নির্ভর করবে গুচ্ছ ভর্তিতে অংশ নেয়া বিশ্ববিদ্যালয় সমুহের নিজেস্ব ভর্তি নীতিমালার উপর।

প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলির ভর্তির বিষয়ে শীঘ্রই চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

আবেদনের যোগ্যতা:

শিক্ষার্থীকে অবশ্যই ২০২৪ বা ২০২৫ সালে এইচএসসি পাস করতে হবে।

বিজ্ঞান বিভাগ: এসএসসি ও এইচএসসিতে মোট সর্বনিম্ন জিপিএ ৭.০০ থাকতে হবে এবং কোনটিতে জিপিএ ৩.২৫ এর কম হবে না।

ব্যবসায় শিক্ষা বিভাগ: এসএসসি ও এইচএসসিতে মোট সর্বনিম্ন জিপিএ ৬.২৫ থাকতে হবে এবং কোনটিতে জিপিএ ৩.০০ এর কম হবে না।

মানবিক বিভাগ: এসএসসি ও এইচএসসিতে মোট সর্বনিম্ন জিপিএ ৬.০০ থাকতে হবে এবং কোনটিতে জিপিএ ৩.০০ এর কম হবে না।

ভর্তি পরীক্ষার নম্বর বন্টন:

এমসিকিউ (MCQ) পদ্ধতিতে মোট ১০০ নাম্বারের গুচ্ছ ভর্তি পরীক্ষা গ্রহন করা হবে। বিভাগ ও বিষয় অনুযায়ী ভর্তি পরীক্ষার নাম্বার বন্টন নিম্নরুপ-

 বিষয়  বিজ্ঞান  ব্যবসায়  মানবিক
 বাংলা

 ২৫/২৫ (গণিত বা জীব বিজ্ঞান যেকোনো একটির পরির্বতে বাংলা বা ইংরেজি দিতে হবে)

 ১৫  ৩৫
 ইংরেজি  ১৫  ৩৫
 গণিত ২৫+২৫ (যেকোনো একটি অবশ্যই দিতে হবে)    X    X
জীববিজ্ঞান    X    X
 হিসাব বিজ্ঞান    X  ৩৫    X
 ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা    X  ৩৫    X
 সাধারণ জ্ঞান    X     X  ৩০
 পদার্থ  ২৫    X    X
 রসায়ন  ২৫    X    X
 মোট নাম্বার  ১০০  ১০০  ১০০

বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদেরকে তিনটি ঐচ্ছিক বিষয় থেকে যে কোন দুইটির উত্তর দিতে হবে।

গুচ্ছ ভর্তির আবেদন করুন

সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি বিজ্ঞাপন

 

 পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি

 

কোন কোন বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা গ্রহন করবে?

 সাধারন বিশ্ববিদ্যালয়  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  কৃষি বিশ্ববিদ্যালয়
১. ইসলামী বিশ্ববিদ্যালয় ৯. মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
২. কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ১০. নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২. শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়
৩. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১১. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩. শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
৪. বরিশাল বিশ্ববিদ্যালয় ১২. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
৫. রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ১৩. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫. চট্টগ্রাম ভেটেনারি ও এ্যানিম্যাল সাইন্স ইউনিভার্সিটি
৬. নেত্রকোনা বিশ্ববিদ্যালয় ১৪. রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৭. পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৮. ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ ১৬.পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮. হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়
১৭. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯. কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়
১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  *৩টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়  পৃথক ভাবে গুচ্ছ গঠন করেছে
১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  সুত্রঃ ইউজিসি (ডিসেম্বর ২০২৫)

 

নোট: পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ সেশনে কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছের পাশাপাশি GST এর সাথে উভয় গুচ্ছে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করবে।

 

কোন কোন বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষা না নিয়ে ঐতিহ্যগত সতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা গ্রহন করবে?

অন্যান্য বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষা না নিয়ে পূর্বের ন্যায় নিজেরাই সতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিবে, সেগুলি হল-

১। বাংলাদেশে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)
২। ঢাকা বিশ্ববিদ্যালয়
৩। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৪। রাজশাহী বিশ্ববিদ্যালয়
৫। চট্টগ্রাম বিশ্ববদ্যালয় এবং অন্যান্য

উল্লেখ্য যে, ছাত্র-ছা্ত্রীরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে চাইলে প্রত্যেকটিতে তাদের নীতি অনুযায়ী পৃথক ভাবে আবেদন করতে হবে।

পাবলিক বিশ্ববিদ্যালয় সমুহের গুচ্ছ ভর্তি বিজ্ঞাপন ২০২৫-২৬: ২০২০-২১ সেশন থেকে প্রথম গুচ্ছ পদ্বতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেয়া হচ্ছে এবং এবারও তাই হবে। এইচএসসি রেজাল্ট প্রকাশিত হওয়ার কিছুদিন পর ০৪ই ডিসেম্বর গুচ্ছ পদ্ধতিতে ভর্তির বিজ্ঞাপন প্রকাশ করা হয় এবং ১০ই ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়া চলবে ২৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি তথ্যসহ সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল তথ্য এখানে এবং আলোরমেলার বাংলা বা ইংরেজী ভার্সনে যথা সময়ে পাওয়া যাবে। তাই নিয়মিত আপনার চোখ রাখুন আলোরমেলায় আর কোন প্রশ্ন ও আপনার মতামত নিচে কমেন্টে লিখুন।

 

Attachment(s)

Download this alormela pdf file GST গুচ্ছ ভর্তি বিজ্ঞাপন ২০২৫-২০২৬
 1.5 MB
Download this alormela pdf file GST গুচ্ছ ভর্তি প্রসপেক্টাস
 150 KB
Download this alormela pdf file GST গুচ্ছ ভর্তির আবেদনের নিয়মাবলী 
 2.2 MB
 
Pin It
মন্তব্য  
  -2
আমি SSC 2016 তে 4.43 এবং ডিপ্লোমা ২০২০ তে 3.37 পেয়েছি।
আমি কি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে admission নিতে পারবো?
  +20
বিজ্ঞান শাখার সবাই কি মানবিক শাখায় আবেদন করতে পারবে??
  -11
আমার GPA = 3.50+3.83 = 7.33

আমি কি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে আবেদন করতে পারবো?
  +7
আপনি শুধু মাত্র মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করে থাকলে আবেদন করতে পারবেন।
  -5
যাদের এসএসসি ২০১৪, ২০১৫ সালের এবং এইচএসসি ২০২০ তাঁরা কি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে? জানালে উপকৃত হব।
  +3
এসএসসি ২০১৬এর আগে হলে আবেদন করতে পারবেন না
  +2
বিজ্ঞান বিভাগের জন্য ইংরেজি ও বাংলাতে ভাষা বলতে কি বুঝানো হয়েছে?
  +5
বাংলা ও ইংরেজি সাবজেক্ট
  +4
পোষ্ট টা অনেক ভাল লেগেছে। আমার জন্যে দোয়া করবেন, আমিও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী।
  +2
অনেক নিউজে দেখছি মানবিক থেকে সর্বনিম্ন ৩.৫+৩.৫ করে লাগবে। আপনারা লেখছেন ৩.০+৩.০ লাগবে। কোনটা সঠিক?
  +5
উপচার্যগণের সভায় প্রথমে ৩+৩ করে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এখন চুড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে ৩.৫+৩.৫
  -1
আমি কি বিশেষায়িত বিভাগে আবেদন করতে পারব? কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারব ?
  -1
Great place to get the authentic news
  -4
সাধারন বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন কবে শুরু হবে
  -4
আমার GPA 4.11 + 4.50 = 8.61 আমি কি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে পারব?
  +1
জ্বী, আপনি গুচ্ছ ভর্তির জন্যে আবেদন করতে পারবেন। তবে প্রাথমিক আবেদনকারীদের মাঝ থেকে এসএসসি ও এইচএসসিতে অর্জিত জিপিএ অনুসারে মেধাক্রম অনুযায়ী নির্দ্দিষ্ট সংখ্যক আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করার সুযোগ দেয়া হবে।
এখানে আপনার মতামত দিন