আপনার ভাষা নির্বাচন করুন

২০২২-২০২৩ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ১ম মেধা তালিকা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ৩১শে ডিসেম্বর ২০২২ তারিখে প্রকাশ করা হয়েছে। প্রথম মেধাতালিকায় প্রায় ১৩ লাখের বেশি শিক্ষার্থীকে পছন্দকৃত কলেজে ভর্তির জন্যে মনোনিত করা হয়। নির্ধারিত সময়ে মোট ১৩,৪৭,৩৫৮ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্যে আবেদন জমা দিয়েছে।

 

 

তবে ১ম মেধা তালিকায় শিক্ষার্থী স্থান পাবে না বা কলেজ পাবে না। তাদেরকে ২য় ও তৃতীয় মেধা তালিকায় মনোনয়নের জন্যে আবেদন করতে হবে।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া

উল্লেখ্য যে দেশব্যাপী করোনা সংক্রমনের কারনে এসএসসি পরীক্ষা ও ফল বিলম্বিত হওয়ায় গত ৮ই ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয় আর শেষ হয় ১৫ই ডিসেম্বর ২০২২ তারিখে।

একাদশ শ্রেণিতে ভর্তির রেজাল্ট দেখুন

 

 

 একনজরে একাদশ শ্রেনিতে ভর্তির ফল

 প্রথম মেধা তালিকা
 ৩১শে ডিসেম্বর
 ১ম মেধা তালিকার ভর্তি নিশ্চায়ন
 ০১-০৮ জানুয়ারি ২০২৩
 ২য় পর্যায়ের ভর্তি আবেদন গ্রহন  ০৯ জানুয়ারি ২০২৩
 ২য় মেধা তালিকা ও মাইগ্রেশন রেজাল্ট
 ১২ জানুয়ারি ২০২৩
 ২য় মেধা তালিকার ভর্তি নিশ্চায়ন  ১৩-১৪ জানুয়ারি ২০২৩
 ৩য় পর্যায়ের ভর্তি আবেদন গ্রহন  ১৬ জানুয়ারি ২০২৩
 ৩য় মেধা তালিকা ও মাইগ্রেশন রেজাল্ট  ১৮ জানুয়ারি ২০২৩
 ৩য় মেধা তালিকার ভর্তি নিশ্চায়ন  ১৯-২০ জানুয়ারি ২০২৩
 ভর্তির তারিখ  ২২-২৬ জানুয়ারি ২০২৩
 ক্লাস শুরু  ০১ ফেব্রুয়ারি ২০২৩
 সারা দেশে মোট আসন: 25,00,000  আবেদন উপযোগী শিক্ষার্থী: 17,43,000
 সুত্র  www.xiclassadmission.gov.bd
   
লেখাটি ভাল লাগলে/ প্রয়োজনীয় মনে করলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন

 

 

 

দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহন করা হবে ৯ই  জানুয়ারি আর ২য় মেধা তালিকা ও মাইগ্রেশন রেজাল্ট হবে ১২ই জানুয়ারিতে।

 

উচ্চ মাধ্যমিক কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ

 

তবে সারা দেশে একাদশ শ্রেণিতে ভর্তির জন্যে কলেজগুলিতে ২৫লাখের বেশি আসন আছে, যার বিপরীতে আবেদন করার উপযোগী শিক্ষার্থী ছিল ১৮ লাখের মত।

 

গত সেপ্টেম্বর-অক্টোবর মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় ২৮শে নভেম্বর ২০২২ তারিখে।

Pin It
Add comment