পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ইং শিক্ষাবর্ষে অনার্স (প্রফেশনাল)/ইঞ্জিনিয়ারিং ও বিবিএ প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গুচ্ছ পদ্ধতিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৯, ২৬ জুন ও ৩ জুলাই অনুষ্ঠিত হবে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট ২টি ইউনিট ও ২১টি কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তি হবার সুযোগ পাবে। প্রার্থীকে অবশ্যই ১ম পর্ব বাছাই করা আবেদনে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে।
ইউনিট ভিত্তিক ভর্তি ও যোগ্যতা:
A-ইউনিট: এ-ইউনিটে ভর্তি পরীক্ষার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি/এইচএসসি পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ হতে হবে ৮.০০। তবে এইচএসসিতে পঠিত বিষয় পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান প্রত্যেকটি বিষয় থেকে আলাদাভাবে ৩.৫০ জিপিএ এবং ইংরেজী বিষয় থেকে ৩.০০ জিপিএ থাকতে হবে।
B-ইউনিট: বি-ইউনিটে ভর্তিকৃত ছাত্র/ছাত্রী মানবিক ও ব্যবসা শাখা হতে এসএসসি/এইচএসসিতে কমপক্ষে ৩.০০ সহ সর্বমোট ৬.৫০ জিপিএ পেতে হবে। এক্ষেত্রে B ইউনিটে বিজ্ঞান বিভাগের ছাত্র/ছাত্রীদের এসএসসি ও এইচএসসিতে নূন্যতম ৩.৫০ সহ সর্বমোট ৮.০০ জিপিএ থাকতে হবে।
ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০টি আসনের মধ্যে মানবিক বিভাগের ছাত্র/ছাত্রীদের ১০টি এবং ব্যবসা শাখায় ছাত্র/ছাত্রীদের ৫ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। বাকী আসনগুলো পূরণ করা হবে এ-ইউনিটে বিজ্ঞান বিভাগের ছাত্র/ছাত্রীদের মধ্যে থেকে।
ভর্তি হবার জন্য প্রার্থীদের যোগ্যতা:
২০১৭/২০১৮ সালের এসএসসি/সমমান এবং ২০১৯/২০২০ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।
ভর্তি পরীক্ষার নম্বর বন্টন:
A-ইউনিট: পদার্থ বিজ্ঞান-১৫, রসায়ন-১৫, গণিত/জীববিজ্ঞান-১৫ এর উপর এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় মোট নম্বর-৩৫।
B-ইউনিট: বিজ্ঞান ও মানবিক শাখার জন্য, ইংরেজী-১৫, বাংলা-১৫, সাধারণজ্ঞান-১৫ এবং লিখিত পরীক্ষার মোট নম্বর-৩৫।
বাণিজ্য শাখার জন্য: ইংরেজী-১৫, বাংলা-১৫, একাউন্টিং, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-১৫ এবং লিখিত পরীক্ষা-৩৫ নম্বর।
মেধা তালিকা যেভাবে প্রকাশ করা হবে:
এমসিকিউ পরীক্ষার পাস নম্বর ১৮ এবং লিখিত পরীক্ষার পাস নম্বর ৯। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ক্ষেত্রে এসএসসিতে ৪০% ও এইচএসসিতে ৬০% ধরে মেধা তালিকা প্রকাশ করা হবে। এবং প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য .২৫ নম্বর কাটা যাবে।
অনলাইনে প্রাথমিক ভর্তির আবেদন শুরু = ০১ এপ্রিল ২০২১ইং
অনলাইনে প্রাথমিক ভর্তির আবেদন শেষ = ২৫ এপ্রিল ২০২১ইং
প্রাথমিক আবেদনের রেজাল্ড = ২৩ এপ্রিল ২০২১ইং
চূড়ান্ত ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন শুরু = ২৪ এপ্রিল ২০২১ইং
চূড়ান্ত ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন শেষ = ২৫ মে ২০২১ইং
চূড়ান্ত ভর্তি পরীক্ষার আবেদন ফি = ৬০০ টাকা
ভর্তি পরীক্ষার তারিখ = ১৯, ২৬ জুন ও ৩ জুলাই ২০২১ইং
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র/ছাত্রীরা যে সকল বিষয়ে ভর্তি হতে পারবে:
০৪ (চার) বছর মেয়াদী স্নাতক (ইঞ্জিনিয়ারিং), সম্মান (বিবিএ) এবং গ৫ (পাঁচ) বছর মেয়াদী ব্যাচেলর অব আর্কিটেকচার ও বি.ফার্ম (প্রফেশনাল) কোর্স।