আপনার ভাষা নির্বাচন করুন

২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্মান ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০টি সাধারন বিশ্ববিদ্যালয়ের সাথে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষা আগামী ১৯, ২৬ জুন এবং ৩ জুলাই ২০২১ইং তারিখ অনুষ্ঠিত হবে।

 


অন লাইনে ভর্তির আবেদন শুরু = ০১ এপ্রিল ২০২১ইং
অন লাইনে ভর্তির আবেদন শেষ = ১৫ এপ্রিল ২০২১ইং
প্রবেশপত্র ডাউনলোডের তারিখ =  
আবেদন ফি (এ, বি, সি ও ডি প্রতিটি ইউনিটের জন্য) ৫৫০ টাকা।
দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু = ২৪ এপ্রিল ২০২১ইং
দ্বিতীয় পর্যায়ের আবেদন শেষ = ২৫ মে ২০২১ইং
প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী = ১৯, ২৬ জুন এবং ৩ জুলাই অনুষ্ঠিত হবে।

 


আবেদন ফি যেভাবে জমা দেওয়া যাবে:
ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং রকেট একাউন্ট
এজেন্ট রকেট
শিওরক্যাশ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Biller ID 1902 এই নম্বরে টাকা পাঠাতে হবে।
আবেদনকারী ছবির সাইজ যে রকম হবে:
এক কপি পাসপোর্ট রঙিন ছবি স্ক্যান করে যার মাপ হবে 300X300 Pixel এবং 100KB এর কম নয়। আবেদনকারীর স্বাক্ষরের সাইজ হবে 80X100 Pixel & 60KB এর বেশি নয়।
আবেদনকারীর যোগ্যতা:
২০১৬ ও ২০১৭ সালে যে সকল ছাত্র/ছাত্রী এসএসসি বা ২০১৯ এবং ২০২০ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ন হয়েছে শুধু তারা আবেদন করতে পারবে। তবে আবেদনকারীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (৪র্থ বিষয় ব্যতীত) ৩.০০ সহ সর্বমোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। বিজ্ঞান ছাত্র/ছাত্রীরা এ, বি, সি ও ডি ইউনিট ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে এবং মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার ছাত্র/ছাত্রীরা একমাত্র ডি-ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
ইউনিট ভিত্তিক ভর্তি:
এ-ইউনিট: এইচএসসি/সমমানের পরীক্ষায় পদার্থ ও গণিত বিষয়ে নূন্যতম ৩.০০ পয়েন্ট থাকতে হবে।
বি-ইউনিট: এইচএসসি/সমমানের পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে নূন্যতম ৩.০০ পয়েন্ট থাকতে হবে। তবে ফার্মেসী ও বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগে গণিতে নূন্যতম ২.০০ থাকতে হবে।
সি-ইউনিট: এইচএসসি/সমমানের পরীক্ষায় যাতের রসায়ন, গণিত ও পদার্থ বিজ্ঞান আছে এবং তাদের জিপিএ হতে হবে প্রতি বিষয়ে নূন্যতম ৩.০০ পয়েন্ট।
CGE/আই,জি,সি,এস,ই ও আই, এ, এল এর ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে:
O-Level ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে কমপক্ষে ৩টি বিষয়ে B গ্রেডসহ ৫টি বিষয়ে এবং A-Level ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে কমপক্ষে ২টি বিষয়ে B গ্রেড সহ ৩টি বিষয়ে পাস করতে হবে। ২০১৬ সালের পূর্বে এসএসসি O-Level ও A-Level পরীক্ষায় উত্তীর্ন প্রার্থীরা আবেদন করতে পারবে না।
১০০ নম্বরের এমসিকিউ পাস নম্বর ৪০ পেতে হবে। বিভিন্ন কোটা প্রার্থীদের ক্ষেত্রেও লিখিত পীক্ষায় ৪০ নম্বর পেয়ে পাস করতে হবে। ১০০ নম্বরের এমসিকিউ নম্বরের জন্য সময় থাকবে ১ ঘন্টা ৬০ মিনিট।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিষয় ও অনুষদ পরিচিতি:

ইউনিট অনুষদ বিষয়
এ-ইউনিট ইঞ্জিনিয়ারিং অনুষদ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), টেক্সাইল ইঞ্জিনিয়ারিং (টিই)
বি-ইউনিট লাইফ সায়েন্স অনুষদ এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম), ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস), ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস), বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই), ফার্মেসি, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি)
সি-ইউনিট সায়েন্স অনুষদ রসায়ন, গণিত, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান
ডি-ইউনিট বিসনেস স্টাডিজ অনুষদ ও সোস্যাল সায়েন্স অনুষদ হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, অর্থনীতি

ভর্তি পরীক্ষার নম্বর:
এ-ইউনিট: ইংরেজী-১০, রসায়ন-২০, পদার্থ বিজ্ঞান-৩৫ মোট = ১০০
বি-ইউনিট: ইংরেজী-১০, রসায়ন-৩৫, পদার্থ বিজ্ঞান-২০, জীববিজ্ঞান-৩৫ মোট = ১০০
সি-ইউনিট: ইংরেজী-১০, রসায়ন-৩০, পদার্থবিজ্ঞান-৩০, গণিত-৩০ মোট = ১০০
ডি-ইউনিট: বাণিজ্য শাখা হতে উত্তীর্ণদের জন্য, ইংরেজী-৪০, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-৩০, হিসাববিজ্ঞান-৩০ মোট = ১০০
ডি-ইউনিট: বিজ্ঞান শাখা হতে উত্তীর্ণদের জন্য, ইংরেজী-৪০, রসায়ন-৩০, পদার্থবিজ্ঞান-৩০, গণিত-৩০ মোট = ১০০
ডি-ইউনিট: মানবিক শাখা হতে উত্তীর্ণদের জন্য, ইংরেজী-৪০, বাংলা-৩০, অর্থনীতি-৩০, পৌরনীতি-৩০ মোট = ১০০
ভর্তি পরীক্ষার পাস ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নম্বর যে ভাবে মেধা তালিকা করা হবে। ১০০ এমসিকিউ প্রশ্নের মাধ্যমে পাস নম্বর ৪০। ৪০ এর নিচে নাম্বার পেলে ভর্তির জন্য গ্রহণযোগ্য হবে না। অবশিষ্ট ১০০ নম্বরের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের চতুর্থ বিষয়সহ ৪০% ও ৬০% গননা করে মেধাতালিকা প্রকাশ করা হবে।

Pin It
এখানে আপনার মতামত দিন