আপনার ভাষা নির্বাচন করুন

বাংলাদেশের সকল সরকারি বেসরকারি ডেন্টাল কলেজের বিডিএস ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক ২০২০-২০২১ ১ম বর্ষে বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে।

 

 

ছাত্র/ছাত্রীরা মেডিকেল ভর্তি নীতিমালা ২০২০ অনুযায়ী ভর্তির আবেদন করতে পারবেন। এবারও এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের নূন্যতম জিপিএ ৯ নির্ধারিন করা হয়েছে। 

 

 

তারিখ ও পরীক্ষার সময়সূচিসমূহ: 

ডেন্টাল বিডিএস ভর্তির আবেদন শুরু ২৭ মার্চ ২০২১ 

ডেন্টাল বিডিএস ভর্তির আবেদনের শেষ তারিখ ১৫ এপ্রিল ২০২১ 

ভর্তি পরীক্ষা ৩০ এপ্রিল 

আবেদনের ফিস ১০০০ (এক হাজাটার) টাকা। 

প্রবেশপত্র ডাউলোড করতে পারবে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত।

মেডিকেল কলেজ এমবিবিএস ভর্তি বিজ্ঞপ্তি

সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি  আবেদন ও পরীক্ষার সময়সূচি

যে সকল ছাত্র/ছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন: 

২০১৭ সালের এসএসসি বা ২০১৮ সালের এইচএসসি এবং ২০১৯ সালের এসএসসি বা ২০২০ সালের এইচএসসি দুটি পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৯ থাকতে হবে। সকল উপজাতীয় বা পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি পরীক্ষায় নূন্যতম জিপিএ ৮ থাকতে হবে। তবে উল্লেখ্য যে, ২০১৭ বা ২০১৮ সালের পূর্বে এসএসসি বা এইচএসসি পাস পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে না। সকল ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পৃথক ভাবে নূন্যতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। ৩.৫০ এর কম জিপিএ প্রাপ্ত ছাত্র/ছাত্রীরা ডেন্টাল বিডিএস পরীক্ষায় ভর্তির জন্য আবেদন করতে পা্রবে না। 

ভর্তি পরীক্ষায় মান বন্টন :

ছাত্র/ছাত্রীদেরকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে পাস করতে হবে। এবং জীববিজ্ঞানে সর্বনিম্ন পয়েন্ট থাকতে হবে ৩.৫০। পদার্থ বিজ্ঞান-২০, রসায়ন বিজ্ঞান-২৫, জীববিজ্ঞান-৩০, ইংরেজী-১৫, সাধারণজ্ঞান: বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ-১০। ১০০ নম্বরের এমসিকিউ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার মধ্যে ৪০ নম্বরে পাস নম্বর ধরে মেধাতালিকা প্রকাশ করা হবে। 

বিদেশে শিক্ষাকার্যক্রমে (A-Level/O-Level) পাস ছাত্র/ছাত্রীরা এসএসসি ও এইচএসসি এর সমমান পরীক্ষায় উত্তীর্ণ তাদের মার্কসীটসমূহ বাংলাদেশের প্রচলিত জিপিএ রুপান্তরিত করে পরিচালক, চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা বরাবর ২০০০ (দুই হাজার) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংগ্রহ করে ID নম্বর নিয়ে আবেদন করতে হবে। 

ডেন্টাল মেডিকেল কলেজ ভর্তি

মোবাইলের মাধ্যেমে আবেদনের ফিস জমা দেওয়া যাবে যে-ভাবে: 

টেলিটকের Prepaid মোবাইল ফোনের Message অপশনে গিয়ে BDS লিখে স্পেস দিয়ে USER ID লিখে 16222 নম্বরে এসএমএস করতে হবে। 

উদাহরণ: BDS<Space>FRLGC Ttype করে Send করুন 16222 নাম্বারে। FRLGCT হলো ফরম পূরণ করে পাওয়া USER ID। 

মেধা তালিকা নির্ধারন করা হবে যে ভাবে: 

এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ১৫ গুণ = ৭৫ নম্বর 

এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ২৫ গুণ = ১৭৫ নম্বর 

এসএসসি/এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে।

ডেন্টাল কলেজে আসন সংখ্যা:

 ডেন্টাল কলেজের নাম  আসন সংখ্যা
 ঢাকা ডেন্টাল কলেজ   ৯৫
 চট্রগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট  ৫৯
 রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট  ৫৮
 শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট  ৫৫
 স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট  ৫০
 ময়মনসিংহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট  ৫০
 এমএজি ওসমানী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট  ৫০
 শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট  ৫০
 রংপুর মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট  ৫০
Pin It
এখানে আপনার মতামত দিন