জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিবিএ, এলএলবি সহ অন্যান্য প্রফেশনাল কোর্সে ভর্তির আবেদন আগামী ২৩ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত অন লাইনে চলবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত কলেজসমূহে প্রফেশনাল ভর্তির জন্য এইচএসসি বা সমমান পাস শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ১২ আগষ্ট থেকে প্রফেশনাল কোর্সে নিয়মিত ক্লাস শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫ মার্চ কমিটির বোর্ড সভায় সিদ্ধান্ত হয়।
ভর্তির আবেদনের যোগ্যতাঃ
বাংলাদেশ সরকারের শিক্ষাবোর্ড কর্তৃক স্বীকৃত/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা থেকে ২০১৫/২০১৬/২০১৭ সালের এসএসসিতে জিপিএ ২.৫ এবং ২০১৭/২০১৮/২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় (৪র্খ বিষয়সহ) নূন্যতম জিপিএ ২.৫ পাওয়া ছাত্র/ছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
বিজ্ঞান ও ব্যবসায় শাখায় ছাত্র/ছাত্রীদের জন্য এসএসসিতে ৩.০০ জিপিএ এবং এইচএসসিতে (৪র্থ বিষয়সহ) ২.৫০ জিপিএ প্রাপ্ত ছাত্র/ছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
কারিগরি শিক্ষাবোর্ডের ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে
(ক) এইচএসসি (ভোকেশনাল)
(খ) এইচএসসি (বিসনেস্ ম্যানেজমেন্ট)
(গ) ডিপ্লোমা-ইন-কমার্স
কারিগরি শিক্ষাবোর্ডের ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে এইচএসসিতে জিপিএ ৩.০০ ও ২.৫০ জিপিএ প্রাপ্ত ভর্তিকৃত ছাত্র/ছাত্রীরা আবেদন করতে পারবে।
পূর্বে যদি কোন ছাত্র/ছাত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) কোর্সে ভর্তির পর যারা রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়েছে তারা ২০২০-২০২১ সালে প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারবে না। এক্ষেত্রে পূর্ববর্তী বর্ষের ভর্তি বাতিল করে ১ম বর্ষ স্নাতক (সম্মান) এলএলবি কোর্সে ভর্তি হতে পারবে।
অন লাইনে ভর্তির আবেদনের প্রাথমিক ফরম পূরনের তারিখ = ২৩ জুন।
অন লাইনে ভর্তির আবেদনের প্রাথমিক ফরম পূরনের শেষ তারিখ = ১১ জুলাই।
আবেদন ফি = ৩০০ টাকা।
ভর্তি পদ্ধতির নম্বর বন্টন:
প্রতিটি কলেজে ভর্তির জন্য আলাদা মেধাতালিকা প্রকাশ করা হবে।
যদি আবেদনকারীর মেধা এক হয়ে যায় সেক্ষেত্রে আবেদনকারীর ৪র্থ বিষয়সহ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৪০% ও ৬০%/ এসএসসি ও এইচএসসি পরীক্ষা নম্বরের ৪০% ও ৬০% করে মেধাক্রম তৈরি করা হবে। এর পরও দুই বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম এক হয় সেক্ষেত্রে যাদের বয়স তুলনামূলকভাবে কম তাকে প্রফেশনাল ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রফেশনাল কোর্সে ভর্তির ক্ষেত্রে কোন প্রকার ভর্তি পরীক্ষা ছাত্র/ছাত্রীদের দিতে হবে না। মোট প্রাপ্ত জিপিএ এর উপর ভিত্তি করে ভর্তি তালিকা প্রকাশ করা হবে।
ভর্তির ক্ষেত্রে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি, আবেদন বাবদ ফি ৩০০ (তিনশত) টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। আবেদন ফরমে কোন প্রকার ভুল ত্রুটি হলে সংশোধন করা যাবে না। ত্রুটিপূর্ণ ছবি ভর্তিকৃত শিক্ষার্থীর ভর্তির আবেদন বাতিল বলে গণ্য হবে।
প্রফেশনাল কোর্সে ভর্তির বিষয় সমূহঃ
BBA: Bachelor of Business administration
BED: Bachelor of Education
BFA: Bachelor of Fine Arts
AMT: Apparel Manufacture and Technology
FDT: Fashion Design and Technology
KMT: Knitwear Manufacture and Technology
CSE: Computer Science and Engineering
ECE: Electronics and Communication Engineering
THM: Tourism and Hospitality Management
TMS: Theatre and Media Studies
BBA in Aviation Management
BSc in Aeronautical and Aviation Science
প্রফেশনাল কোর্সে আবেদনকারীর ছবির সাইজ হবে 120X150 Pixels এবং maximum file size 50 KB।
ভর্তিকৃত প্রার্থীরা মোবাইল ফোনের SMS এর মাধ্যমে ভর্তির ফলাফল জানতে পারবে, মোবাইলে যেভাবে SMS করবে-উদাহরণ-nu<Space<athp<Space>Roll No 151217 টাইপ করে 16222 নম্বরে Send করতে হবে।