২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমন্বিত ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক অনলাইনের আবেদন ০১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল ২০২১ইং তারিখ পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।
ভর্তির যোগ্যতা:
২০১৭ বা ২০১৮ সালের মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ন প্রার্থীদের ৫ জিপিএ স্কেলে প্রতিটিতে নূন্যতম ৩.৫০ সহ মোট ৭.০০ জিপিএ থাকতে হবে।
২০১৯/২০২০ সালের উচ্চমাধ্যমি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নূন্যতম জিপিএ ৩.৫০ সহ মোট ৭.০০ জিপিএ থাকতে হবে।
O-Level এবং A-Level শিক্ষার্থীদের জন্য O-Level দের ক্ষেত্রে ৫টি বিষয়ের মধ্যে কমপক্ষে B গ্রেড এবং A-Level শিক্ষার্থীদের জন্য কমপক্ষে ৩টি বিষয়ের মধ্যে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, কৃষি বিজ্ঞানের সাবজেক্টে নূন্যতম C গ্রেড পেতে হবে।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোটাদারীদের জন্য আসন:
মুক্তিযোদ্ধা ৫%
আদিবাসি/উপজাতি ১%
প্রতিবন্ধী ১ জন
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী সন্তানদের জন্য ১ জন।
বিকেএসপি ছাত্র/ছাত্রীদের জন্য ৫টি আসন।
বিদেশী ছাত্র/ছাত্রীদের জন্য সংরক্ষিত ৮০টি আসন।
আবেদন ফি যেভাবে জমা দিতে হবে:
রকেট বিকাশ বা শিওর ক্যাশের মাধ্যমে ফি বাবদ ৫০০ টাকা জমা দানের সময় রকেট Biller ID 373, শিওর ক্যাশে ৫০০ টাকা জমার সময় পেমেন্ট কি-ওয়ার্ডের স্থলে HSTUP লিখতে হবে।
ভর্তি পরীক্ষার নম্বর:
১৫০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার মধ্যে পাস নম্বর ৪০ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড এসএসসি বা সমমানের ৪০% এবং এইচএসসিতে ৬০% ধরে মোট ১৫০ নম্বর থাকবে। শুধুমাত্র ব্যাচেলর অব্ আর্কিটেকচার ছাত্র/ছাত্রীদের জন্য ২০০ নম্বর এবং ড্রয়িং এর জন্য ৫০ নম্বরে বরাদ্দ সর্বমোট ২০০ গ্রেডে উত্তীর্ন করে পরীক্ষার মেধা স্কোর করা হবে। প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। কোন প্রকার ভুলত্রুটি আবেদন পত্র ভর্তি পরীক্ষার জন্য গ্রহণ করা হবে না।
ইউনিট | অনুষদ | বিষয় |
এ-ইউনিট | এগ্রিকালচার, ফিসারিজ, ভেটেনারি এন্ড এনিম্যাল সায়েন্স | বি.এসসি এজি (অনার্স), বি.এসসি ফিসারিজ (অনার্স), ডিভিএম |
বি-ইউনিট | কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং (আর্কিটেকচার), বিজ্ঞান | বি.এসসি (ইঞ্জিনিয়ারিং) ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বি.এসসি (ইঞ্জিনিয়ারিং), ইন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বি.এসসি (ইঞ্জিনিয়ারিং) ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বি.এসসি. ইন ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং, বি.এসসি. ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, বি.এসসি. ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বি.এসসি. ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অব্ আর্কিটেকচার, বি.এসসি (অনার্স) রসায়ন, বি.এসসি (অনার্স) পদার্থ, বি.এসসি (অনার্স) গণিত, বি.এসসি (অনার্স) পরিসংখ্যান |
সি-ইউনিট | বিজনেস স্টাডিজ | বি.বি.এ. ইন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস, বি.বি.এ.ইন ফিন্যান্স, বি.বি.এ.ইন ম্যানেজমেন্ট, বি.বিএ.ইন মার্কেটিং |
ডি-ইউনিট | সোস্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস | বি.এ (অনার্স) ইংরেজী, বি.এস.এস (অনার্স) অর্থনীতি, বি.এস.এস (অনার্স) সমাজ বিজ্ঞান, বি.এস.এস (অনার্স) ডেভেলপমেন্ট স্টাডিজ |
অন লাইনে ভর্তির আবেদন শুরু = ০১ এপ্রিল ২০২১ইং
অন লাইনে ভর্তির আবেদন শেষ = ১৫ এপ্রিল ২০২১ইং
প্রবেশপত্র ডাউনলোডের তারিখ =
আবেদন ফি (এ, বি, সি ও ডি প্রতিটি ইউনিটের জন্য) ৫৫০ টাকা।
দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু = ২৪ এপ্রিল ২০২১ইং
দ্বিতীয় পর্যায়ের আবেদন শেষ = ২৫ মে ২০২১ইং
প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী = ১৯, ২৬ জুন এবং ৩ জুলাই অনুষ্ঠিত হবে।