জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজসমুহে অনার্স ১ম বর্ষ ২০২৩-২০২৪ ভর্তি বিজ্ঞপ্তি সংশোধন করে আবেদনের তারিখ ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। স্নাতক ১ম বর্ষ ভর্তির অন লাইনে আবেদন ২২ জানুয়ারি থেকে শুরু হয়েছে। ভর্তি আবেদন করতে মাধ্যমিক পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০ ও উচ্চ মাধ্যমিকে জিপিএ ৩.০ সহ সর্ব নিন্ম জিপিএ ৭.০০ নির্ধারিত ছিল তবে সংশোধনির মাধ্যমে তা বানিজ্য ও মানবিকের জন্যে ২.৫ ও মোট সর্ব নিন্ম ৬.০০ ও বিজ্ঞানের জন্যে ৬.৫০ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্যে কোন ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে হয় না। এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্ট অনযায়ী মেধা তালিকা প্রকাশ করা হয় এবং উক্ত মেধাতালিকা অনুযায়ী কলেজ সুমহ শিক্ষার্থী ভর্তি করিয়ে থাকে।
অনলাইনে আবেদন করার সময় আবেদনকারী পছন্দক্রম অনুসারে ৫টি কলেজ নির্বাচন করে থাকে এবং মেধাক্রম অনুসারে উক্ত কলেজে ভর্তির সুযোগ পায়।
৪টি ধাপে ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হয়। প্রথম মেধা তালিকা, ২য় মেধা তালিকা আর উক্ত মেধাতালিকায় যারা স্থান না পাবে তাদেরকে ১ম, ২য় রিলিজ স্লিপ মেধাতালিকার মাধ্যমে আসন শূণ্য আছে এমন কলেজগুলিতে ভর্তির সযোগ দেয়া হবে।
একনজরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি |
|
আবেদন শুরু | ২২ জানুয়ারি ২০২৪ |
আবেদন শেষ |
২৮ ফেব্রুয়ারি ২০২৪ |
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ (PDF file) |
১৮ই জানুয়ারি ২০২৪ |
যোগ্যতা GPA (এসএসসি ও এইচএসি) |
৩.০+৩.০ (মোট ৭.০০) (সংশোধন: ২.৫+২.৫ মোট ৬ বা ৬.৫) |
আবেদন ফি | ৩৫০/- |
আবেদন পদ্ধতি | অনলাইনে আবেদন |
ভর্তি পদ্ধতি | মেধাতালিকা |
আবেদনের লিংক | এখানে আবেদন করুন |
সুত্র | www.nu.ac.bd |
তথ্যগুলি ভাল লাগলে লাইক ও শেয়ার করুন। আপনার কোন মন্তব্য থাকলে নিচে কমেন্টে লিখুন। |
মূল ভর্তি বিজ্ঞপ্তি
ভর্তির বিজ্ঞাপনটি এখানে পিডিএফ ফাইল আকারে দেয়া হয়েছে, প্রয়োজনে ডাওনলোড করতে পারেন।
Attachment(s) |
|
![]() |
525 KB |
![]() |
966 KB |