আপনার ভাষা নির্বাচন করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজসমুহে অনার্স ১ম বর্ষ ২০২২-২০২৩ ভর্তি বিজ্ঞপ্তি ও আবেদনের তারিখ প্রকাশিত হয়েছে। স্নাতক ১ম বর্ষ ভর্তির অন লাইনে আবেদন ০৫ এপ্রিল শুরু হবে। ভর্তি আবেদন করতে মাধ্যমিক পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০ ও উচ্চ মাধ্যমিকে জিপিএ ৩.০ থাকতে হবে।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্যে কোন ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে হয় না। এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্ট অনযায়ী মেধা তালিকা প্রকাশ করা হয় এবং উক্ত মেধাতালিকা অনুযায়ী কলেজ সুমহ শিক্ষার্থী ভর্তি করিয়ে থাকে।

অনলাইনে আবেদন করার সময় আবেদনকারী পছন্দক্রম অনুসারে ৫টি কলেজ নির্বাচন করে থাকে এবং মেধাক্রম অনুসারে উক্ত কলেজে ভর্তির সুযোগ পায়।

 



৪টি ধাপে ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হয়। প্রথম মেধা তালিকা, ২য় মেধা তালিকা আর উক্ত মেধাতালিকায় যারা স্থান না পাবে তাদেরকে ১ম, ২য় রিলিজ স্লিপ মেধাতালিকার মাধ্যমে আসন শূণ্য আছে এমন কলেজগুলিতে ভর্তির সযোগ দেয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ও অনলাইনে আবেদন প্রক্রিয়া

 

একনজরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি

আবেদন শুরু ০৫ এপ্রিল ২০২৩
আবেদন শেষ
০৮ মে ২০২৩
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ (PDF file)
১৩ই মার্চ ২০২৩
যোগ্যতা GPA (এসএসসি ও এইচএসি)
৩.০+৩.০
আবেদন ফি ২৫০/-
আবেদন পদ্ধতি অনলাইনে আবেদন
ভর্তি পদ্ধতি মেধাতালিকা
আবেদনের লিংক এখানে আবেদন করুন
   
সুত্র www.nu.ac.bd
   
তথ্যগুলি ভাল লাগলে লাইক ও শেয়ার করুন। আপনার কোন মন্তব্য থাকলে নিচে কমেন্টে লিখুন।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি আবেদন

 

ভর্তির বিজ্ঞাপন প্রকাশিত হলে তা এখানে প্রকাশ করা হবে।

Attachment(s)

Download this alormela pdf file অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ 
 525 KB
Download this alormela pdf file অনার্স ভর্তি নির্দেশনা ২০২২ 
 966 KB
 
Pin It
Add comment