২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ ও বিবিএ প্রোগ্রামে ভর্তির চুড়ান্ত পর্যায়ের আবেদন চলছে। ৩০শে ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহন করা হবে। ভর্তির প্রাথমিক আবেদন গ্রহন করা হয়েছিল ১৫ই ডিসেম্বর পর্যন্ত। আর ১৭ই ডিসেম্বর প্রাথমিক আবেদনের ফল প্রকাশ করা হয় ও প্রতি ইউনিট থেকে সর্বোচ্চ ৪০ হাজার জনকে চুড়ান্ত আবেদনের জন্যে নির্বাচিত করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে এবার পৃথক ভাবে শিক্ষার্থী ভর্তির করার সিদ্ধান্ত নিয়েছে। তারই ধারাবাহিকতায় গত ১লা ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়।
ভর্তির যোগ্যতাঃ
২০২১/২০২২ সালের এসএসসি এবং ২০২৪ সালে এইচএসসি/মাদ্রাসা/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। আবেদনের ক্ষেত্রে এসএসসি/এইচএসসি উভয় পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ ৮.০০ এবং সর্বনিম্ন ৬.৫০ জিপিএ পেতে হবে নির্দ্দিষ্ট ইউনিটে আবেদন করার জন্যে।
কোন বিষয়ে ৩.০০ এর কম জিপিএ পেলে ভর্তি পরীক্ষার জন্য ছাত্র/ছাত্রীরা আবেদন করতে পারবে না।
ইউনিট- ক (বিজ্ঞান এবং লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ): বিজ্ঞান, মাদ্রাসা (বিজ্ঞান) ভোকেশনাল এইচএসসি পরীক্ষায় নুন্যতম জিপিএ ৮:০০ পেয়ে উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা ইউনিট-ক এ আবেদন করতে পারবে তবে প্রতিটি বিষয়ে নূন্যতম ৩.০০ গ্রেড থাকতে হবে ৩.০০ এর কম জিপিএ প্রাপ্ত ছাত্র/ছাত্রীরা ইউনিট-ক ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে না।
ইউনিট-খ (কলা ও আইন অনুষদ): ছাত্র/ছাত্রীরা এসএসসি/এইচএসসি/মাদ্রাসা/সমমান পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তির জন্য আবেদন করতে পারবে সেক্ষেত্রে তাদের নুন্যতম জিপিএ ৭.০০ থাকতে হবে। তাবে প্রতিটি বিষয়ে নূন্যতম ৩.০০ গ্রেড থাকতে হবে ৩.০০ এর কম জিপিএ প্রাপ্ত ছাত্র/ছাত্রীরা ইউনিট-খ ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে না।
ইউনিট-গ (ব্যবসায় শিক্ষা অনুষদ): এসএসসি/এইচএসসি পাস ছাত্র/ছাত্রীরা আবেদন করতে পারবে এবং উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৭.৫০ থাকতে হবে । তাবে প্রতিটি বিষয়ে নূন্যতম ৩.০০ গ্রেড থাকতে হবে ৩.০০ এর কম জিপিএ প্রাপ্ত ছাত্র/ছাত্রীরা ইউনিট-গ ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে না।
ইউনিট ঘ (সামাজিক বিজ্ঞান অনুষদ): নুন্যতম জিপিএ ৭:০০ প্রাপ্ত সকল বিভাগের শিক্ষার্থীরা ঘ-ইউনিটে ভর্তির জন্যে আবেদন করতে পারবে।
ইউনিট-E (চারুকলা অনুষদ) : সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে ছাত্র/ছাত্রীদের এসএসসি/এইচএসসি উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ থাকতে হবে ৬.০০ এবং প্রতিটি বিষয়ে নূন্যতম জিপিএ হতে হবে ৩:০০।
ইউনিট ভিত্তিক শাখাগুলো ভর্তি পরীক্ষার বিষয়গুলো হলো নিম্নরুপ:
ইউনিট- ক (বিজ্ঞান এবং লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ): পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত অথবা জীববিজ্ঞান।
ইউনিট-খ (কলা ও আইন অনুষদ): বাংলা, ইংরেজী ও সাধারণ জ্ঞান।
ইউনিট-গ (ব্যবসায় শিক্ষা অনুষদ): বানিজ্য শাখার শিক্ষার্থীদের জন্যে- ইংরেজী, গাণিতিক বুদ্ধিমত্তা, হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ । অন্যান্য শাখার শিক্ষার্থীদের জন্যে ইংরেজী, গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান।
ইউনিট ঘ (সামাজিক বিজ্ঞান অনুষদ): সকল শাখার জন্যে বাংলা, ইংরেজী, গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান।
পরীক্ষার নম্বর বন্টন:
বহু নির্বাচনী পরীক্ষা = ২৪ নাম্বর
লিখিত পরীক্ষা = ৪৮ নাম্বর
এসএসসি থেকে = ১২ নাম্বর
এইচএসসি থেকে = ১৬ নাম্বর
মোট = ১০০ নাম্বর
মেধাতালিকা প্রস্তুত:
ভর্তি পরীক্ষার এমসিকিউ, লিখিত এবং এসএসসি/এইচএসসি পরীক্ষা থেকে প্রাপ্ত নম্বর নিয়ে মেধাতালিকা প্রস্তুত করা হবে। মেধা তালিকা থেকে উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা তাদের পছন্দ বিষয়ভিত্তিক বিষয়ে ভর্তি হতে পারবে।
Attachment(s) |
|
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫ |
850 KB |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রসপেক্টাস ২০২৪-২৫ |
250 KB |