গুচ্ছ পদ্ধতিতে ২০২৯-২০২১ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৩১ জুলাই সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদ ভিত্তিক স্নাতক কোর্স লেভেল-১, সেমিষ্টার-১ ছাত্র/ছাত্রীরা ভর্তি পরীক্ষার জন্য অন লাইনে আবেদন করতে পারবে।
অনলাইনে ভর্তির আবেদন শুরু = ০২ জুন ২০২১ইং
অনলাইনে ভর্তির আবেদন শেষ = ১০ জুন ২০২১ইং
প্রবেশ পত্র ডাউনলোডের তারিখ =
ভর্তির আবেদন ফি = ৫৫০ টাকা
ভর্তি পরীক্ষার তারিখ = ৩১ জুলাই ২০২১ইং
ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ = ৫ আগষ্ট ২০২১ইং
ভর্তি পরীক্ষার যোগ্যতাঃ
২০১৭/২০১৮ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের (৪র্থ বিষয় বাদে) নূন্যতম ৩.৫০ সহ মোট ৮.০০ জিপিএ পেতে হবে।
এসএসসির ক্ষেত্রে গণিত বিষয়ে ৩.৫০ জিপিএ থাকতে হবে।
২০১৯/২০২০ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের নূন্যতম জিপিএ ৩.৫০ সহ মোট ৮.০০ জিপিএ থাকতে হবে।
এইচএসসি থেকে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, গণিতে নূন্যতম ৩.৫০ জিপিএ থাকতে হবে।
কৃষি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তির জন্য ছাত্র/ছাত্রীদের অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে পাস করতে হবে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির আসন বিন্যাস ও ডিগ্রীর নাম নিম্নে প্রদত্ত হলো:
অনুষদের নাম | ডিগ্রীর নাম | আসন সংখ্যা |
ভেটেনারী এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্স | ডিভিএম | ৯২ জন |
কৃষি | বি,এসসি,এজি (অনার্স) | ৮১ জন |
মাৎস্যবিজ্ঞান | বি,এসসি, ফিসারিজ (অনার্স) | ৬৯ জন |
কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা | বি,এস,সি, এজি,ইকন (অনার্স) | ৫৮ জন |
কৃষি প্রকৌশল ও কারিগরি | বি,এসসি,এজি, ইঞ্জি | ৫৮ জন |
বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং | বি,এসসি,বিজিই (অনার্স) | ৩৫ জন |
ভর্তি পরীক্ষার পদ্ধতি:
এইচএসসি পর্যায়ে, পদার্থ বিদ্যা, রসায়ন, গণিত, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, ইংরেজী, বিষয়গুলোর উপর বহুনির্বাচনী (এমসিকিউ) ১০০ ভাগের ১ ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পদার্থবিদ্যা=২০, রসায়ন=২০, গণিত=২০, উদ্ভিদবিদ্যা=১৫, প্রাণিবিদ্যা=১৫, ইংরেজী=১০ মোট = ১০০। পাশ নম্বর ৪০। এসএসসির ফলাফল থেকে ৪০ নম্বর এইচএসসি ফলাফল থেকে ৬০ নম্বর গণনা করা হবে এসএসসি ৪র্থ বিষয় এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৮ গুণ এইচএসসির প্রাপ্ত জিপিএর ১২ গুণ ভর্তি পরীক্ষার নম্বরের সাথে যোগ করে মেধা তালিকা তৈরি করা হবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের অবশ্যই জন্মনিবন্ধন সন, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি/এইচএসসি পরীক্ষার মূল মার্কসীট প্রসংসাপত্র এবং সনদপত্রের মূল কপি জমা দিতে হবে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের অনলাইনে আবেদনের ছবির মাপ হবে 300X400 পিক্সেলের সর্বোচ্চ 100KB এর JPG ফরম্যাটের ছবি। ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র A4 সাইজের কাগজে রঙিন ছবি নির্দিষ্ট জায়গায় লাগিয়ে ২কপি/ভর্তি পরীক্ষার সময় উক্ত প্রবেশপত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসতে হবে। নতুবা কাউকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।