আপনার ভাষা নির্বাচন করুন

২০২০-২০২১ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনরগ বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তির আবেদন শুরু হয়েছে ২০ জুন থেকে এবং ৩১শে জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন জমা দেয়া যাবে।

 


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে একটি অনত্যম শিক্ষা প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ে ৩৪টি বিভাগ এবং ৩টি ইনস্টিটিউট রয়েছে। ছাত্র/ছাত্রীদের জন্য ভর্তির আসন সংখ্যা রয়েছে ১৮৮৯টি। বিশ্ববিদ্যালয়ে মোট ইউনিট রয়েছে ১০টি।

 


ইউনিট পরিচিতি ও প্রতি ইউনিটে ছাত্র/ছাত্রীদের ভর্তির যোগ্যতা:

ইউনিট A: গণিত ও পদার্থ বিষয়ক অনুষদে পরীক্ষার্থীদের এসএসসি/এইচএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে নূন্যতম জিপিএ থাকতে হবে ৩.৫০ এর কম জিপিএ পেলে ছাত্র/ছাত্রী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে হবে।

ইউনিট B: সামাজিক অনুষদের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। মোট জিপিএ হবে ৭.০০।

ইউনিট C: কলা ও মানবিকী অনুষদ এর ছাত্র/ছাত্রীদের জন্য এসএসসি/এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে নূন্যতম জিপিএ ৩.০০ দুই পরীক্ষায় মিলে ৬.০০ থাকতে হবে।

ইউনিট C1: কলা ও মানবিকী অনুষদ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগে ছাত্র/ছাত্রীদের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় নূন্যতম জিপিএ হতে হবে ৩.০০ পয়েন্ট দুইটি মিলে হবে ৬.০০ জিপিএ।

ইউনিট D: জীব বিজ্ঞান অনুষদ এ বিভাগে ভর্তির জন্য ছাত্র/ছাত্রীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় নূন্যতম জিপিএ হতে হবে ৩.৫০।

ইউনিট E: বিজনেস স্টাডিজ অনুষদ ভর্তির জন্য এসএসসি/এইচএসসি উভয় পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫০ পয়েন্ট থাকতে হবে। মোট জিপিএ ৭.০০ পয়েন্ট।
ইউনিট F: আইন অনুষদ এ ভর্তির জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে নূন্যতম জিপিএ হতে হবে ৩.৫০। এসএসসি/এইচএসসিতে মোট জিপিএ ৭.০০ হবে।

ইউনিট G: ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশন বিভাগে ভর্তির জন্য এসএসসি/এইচএসসি উভয় পরীক্ষায় নূন্যতম জিপিএ থাকতে হবে ৪.০০ পয়েন্ট।

ইউনিট H: ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি উক্ত বিভাগে ভর্তি পরীক্ষায় এসএসসি/এইচএসসি উভয় পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

ইউনিট I: বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এ ছাত্র/ছাত্রীদের ভর্তি পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

ভর্তি পরীক্ষার আবেদন শুরু = ২০ জুন থেকে ৩১ জুলাই ২০২১ পর্যন্ত
ভর্তির শুরুর তারিখ = যথা সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ও সংবাদ মাধ্যমে জানানো হবে।


ভর্তির ফিস:

এ, বি, সি, ডি, ই ইউনিটের জন্য = ১০০০ টাকা
সি১, এফ, জি, এইচ, আই ইউনিটের জন্য = ৭০০ টাকা


জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ছবি ও স্বাক্ষর এর মাপ হবে:
পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি মাপ হবে 300X300 Pixel এবং সাইজ 100KB এর বেশি হবে না। আবেদনকারী স্বাক্ষর 300X80 Pixel সাইজ 60KB এর বেশি হবে না। ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে ২টি আলাদা Jpg ফাইল তৈরি করে রাখতে হবে। প্রবেশ পত্র ডানলোড করার সময় ছবি ও স্বাক্ষর সাবমিট করতে হবে।

২০২০ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে হবে। ২০২০ সালের পূর্বে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

বিস্তারিত দেখুন:

Jahangirnagar University Admission Test CircularJU Admission Circular 2JU Admission Circular 3JU Admission Circular 4JU Admission Circular 5JU Admission Circular 6JU Admission Circular 7

Pin It
এখানে আপনার মতামত দিন