আপনার ভাষা নির্বাচন করুন

ঢাকা শহরের শপিংমল ও এলাকা সমুহকে ৭টি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের জন্যে পৃথক সাপ্তাহিক ছুটি ও অর্ধ দিবস ছুটি নির্ধারন করে দিয়েছে সরকার। অর্থাৎ আপনি যদি ঢাকার কোন এলাকার শপিং মলে কেনাকাটা করতে যান বা কোথাও ঘুরতে যান তাহলে আপনাকে আগে থেকেই জানতে হবে সে দিন ঐ এলাকায় সপ্তাহিক বন্ধ নাকি খোলা আছে। এ বিষয়ে বিস্তারিত দেখতে পাবেন এখানে-

 

 

 

ঢাকা শহরে যানজট কমিয়ে আনতে ও কর্মীদের সাপ্তাহিক ছুটি নিশ্চিত করতে ২০১০ সালে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত গ্রহন করে যে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি পালন করতে হবে। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন এরিয়াকে ৭টি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের জন্যে সপ্তাহের পৃথক দিনে সাপ্তাহিক ছুটি নির্ধারন করা হয়।

এখানে উল্লেখ্য যে অঞ্চলগুলিকে ৭টি অংশে ভাগ করা হলেও সপ্তাহের ৫টি দিনকে সেগুলির জন্যে ছুটির দিন হিসেবে নির্ধারন করা হয়েছে।

 

সাধারনত প্রতিদিন সকাল ৯:০০ বা ১০:০০টায় শপিংমল বা দোকান সমুহ খোলা হয়ে থাকে এবং বন্ধ করা হয় রাত ৯:০০টায়।

 

 

একজন লোকের পক্ষে একসাথে এতগুলি জায়গা ও শপিংমলের নামের পাশাপাশ সাপ্তাহিক বন্ধের দিন মনে রাখা কঠিন। তাই আপনাদের সুবিধার্তে নিচে অঞ্চলসমুহ ও সাপ্তাহিক বন্ধের দিন টেবিল আকারে উপস্থাপন করেছি।

উল্লেখ্য যে, নির্ধারিত দিনে ঐএলাকায় (জোনে) অবস্থিত সকল দোকানপাট, শপিংমল বন্ধ থাকবে। আমরা শুধুমাত্র বহুল পরিচিত কিছু শপিং মলের নাম উল্লেখ করেছি এখানে। এছাড়া ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে ঈদের দুই সপ্তাহ আগে থেকে শপিংমলসমুহ খোলা রাখা হয়।

 

 অঞ্চল এলাকা শপিংমল সমুহ
 সাপ্তাহিক বন্ধ
অঞ্চল-১

আহসান মঞ্জিল

বাংলা বাজার

বংশাল

সদরঘাট

ধোলাইখাল

গেন্ডারিয়া

গুলিস্তান (দক্ষিন)

নবাবপুর

যাত্রাবাড়ি (দক্ষিন-পশ্চিম)

পুরানা পল্টন

ওয়ারি

পাটুয়াটুলি

ফরাশগঞ্জ

শ্যামবাজার

জুড়াইন

পোস্তাগোলা

শ্যামপুর

মীর হাজারীবাগ

টিপু সুলতান রোড

লালবাগ

কোতোয়ালী

তাঁতী বাজার

লক্ষীবাজার

শাঁখারি বাজার

চাঙ্খারপুল

আজিমপুর সুপার মার্কেট

বাঙলা বাজার

চকবাজার

গুলিস্তান হকার্স মার্কেট

ইসলামপুর কাপড় মার্কেট

নবাবপুর রোড ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিকস মার্কেট

সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট

কাপ্তান বাজার

স্টেডিয়াম মার্কেট

বায়তুল মোকাররাম মার্কেট

পীর ইয়ামীনি মার্কেট

গুলিস্তান কমপ্লেক্স

সাকুরা মার্কেট

শুক্রবার পূর্ণ দিবস

শনিবার অর্ধ দিবস

অঞ্চল-২

যাত্রাবাড়ি (উত্তর-পূর্ব)

বনশ্রী

ডেমরা

কমলাপুর (পূর্ব)

মালিবাগ

রামপুরা

সায়েদাবাদ

খিলগাঁও

বাসাবো

মুগদা

শনির আখড়া

ধনিয়া

কমলাপুর স্টেডিয়াম মার্কেট

মালিবাগ সুপার মার্কেট

রামপুরা সুপার মার্কেট

রবিবার পূর্ণ দিবস

সোমবার অর্ধ দিবস

অঞ্চল-৩

আজিমপুর

বেইলি রোড

দিলকুশা

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা

গুলিস্তান (উত্তর)

ইস্কাটন

মগবাজার

মালিবাগ

মতিঝিল

নয়া পল্টন

টিকাটুলি

সেঞ্চুরি অর্কিড

কনকর্ড টু্‌ইন টাওয়ার

ইস্টর্ন প্লাস

কর্নফুলি গার্ডেন সিটি

মৌচাক মার্কেট

পলওয়েল সুপার মার্কেট

পল্টন চায়না টাওন

রমনা ভবন

জোনাকী সুপার মার্কেট

বৃহস্পতিবার পূর্ণ দিবস

শুক্রবার অর্ধ দিবস

অঞ্চল-৪

ধানমন্ডি

এলিফ্যান্ট রোড

ফার্মগেট

হাজারীবাগ

হাতিরপুল

ইন্দিরা রোড

কাওরান বাজার

কাটাবন

লালমাটিয়া (আংশিক)

মানিক মিয়া এভিনিও

নীলক্ষেত

পিলখানা

শুক্রাবাদ

ঝিগাতলা

সুবহানবাগ

তেজগাঁও (আংশিক)

এআরএ শপিং সেন্টার

বাকুশাহ মার্কেট

বসুন্ধরা সিটি

বদরুদ্দোজা মার্কেট

চন্দ্রিমা মার্কেট

চাঁদনী চক সুপার মার্কেট

ধানমন্ডি হকার্স মার্কেট

মাল্টিপ্ল্যান সেন্টার

ইসিএস কম্পউটার সিটি

ইস্টার্ন প্লাজা

গ্রীন সুপার মার্কেট

মোতালেব প্লাজা

গাউসিয়া মার্কেট

মেট্রো শপিংমল

নিউ মার্কেট

নিউ সুপার মার্কেট

রাফা প্লাজা

আজিজ সুপার মার্কেট

রাইফেল স্কয়ার

সৌদিয়া সুপার মার্কেট

মঙ্গলবার পূর্ণ দিবস

বুধবার অর্ধ দিবস

অঞ্চল-৫

আসাদ গেট

গাবতলী

লালমাটিয়া

মিরপুর-১ ও ২

মোহাম্মদপুর

আদাবর

শ্যামলী

টেকনিক্যাল

কল্যাণপুর

আড়ং

মিরপুর স্টেডিয়াম মার্কেট

মুক্তিযোদ্ধা সুপার মার্কেট

শাহআলী সুপার মার্কেট

কৃষি মার্কেট

বৃহস্পতিবার পূর্ণ দিবস

শুক্রবার অর্ধ দিবস

অঞ্চল-৬

আাগারগাঁও

শেওড়াপাড়া

কাজিপাড়া

পল্লবি

তেজগাঁও পুরাতন বিমান বন্দর এলাকা

তেজগাঁও শিল্প এলাকা

বনানী

কাকলী

ক্যান্টনমেন্ট এলাকা

গুলশান-১

গুলশান-২

কচুক্ষেত

মিরপুর- ১০, ১১, ১২, ১৩ ও ১৪

মহাখালী

ডিওএইচএস (নতুন ও পুরাতন)

মহাখালি সি/এ

শেরেবাংলা নগর

নাখালপাড়া

মিরপুর চিড়িয়াখানা

বিসিএস কম্পিউটার সিটি

শাহ আলী প্লাজা

মিরপুর বেনারসি পল্লী

ডিসিসি মার্কেট, গুলশান

বনানী সুপার মার্কেট

তামান্না কমপ্লেক্স

রজনীগন্ধা মার্কেট, কচুক্ষেত

বরিবার পূর্ণ দিবস

সোমবার অর্ধ দিবস

অঞ্চল-৭

আশকোনা

বসুন্ধরা (আবাশিক এলাকা)

বাড়িধারা

শাহাজাদপুর

জোয়ার সাহারা

জগন্নাথপুর

কুড়িল

খিলক্ষেত

সাতারকুল

নিকুঞ্জ-১ ও ২

উত্তর খান

দক্ষিন খান

এয়ারপোর্ট রোড

উত্তরা থেকে টঙ্গী ব্রীজ

বাড্ডা (উত্তর ও মধ্য)

উত্তরা মডেল টাওন

যমুনা ফিউচার পার্ক

রাজধানী সুপার মার্কেট

নর্থ টাওয়ার

বুধবার পূর্ণ দিবস

বৃহস্পতিবার অর্ধ দিবস

 

দেশের বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্ক

 

Pin It
এখানে আপনার মতামত দিন