আপনার ভাষা নির্বাচন করুন

চলতি বছরে এসএসসি ভোকেশনাল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের জন্য তিন থেকে চার মাসের প্রস্তুতি নেওয়া যাবে এমন একটি শর্ট সিলেবাস প্রণয়ন করা হয়েছে। যার ভিত্তিতে ২০২১ সালের ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

 

ভোকেশনাল পরীক্ষার্থীদের জন্য শিক্ষাবোর্ড একটি সংক্ষিপ্ত সিলেবাস গত ২৫ জানুয়ারী প্রকাশ করে। প্রকাশিত সিলেবাস অনেকের আপত্তি থাকার কারনে তা বাতিল করা হয়। পরবর্তীতে এসএসসি (ভোকেশনাল) ও সমমানের পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করার জন্য দায়িত্ব দেওয়া হয় এনসিটিবিকে। 

বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তৈরি কৃত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়। এনসিটিবির সংক্ষিপ্ত  সিলেবাসের ২০২১ সালের এসএসসি (ভোকেশনাল) ও সমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে ভোকেশনাল পরীক্ষার সিলেবাস অতি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করে কারিগরি শিক্ষা বোর্ড। 

 

 

শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এসএসসির ভোকেশনাল এর ক্ষেত্রে ৬০ কর্ম দিবস নির্ধারন করা হয়েছে। পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস শিক্ষার্থীদের ভালোভাবে সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়।  

শিক্ষামন্ত্রী  অনলাইন সংবাদ সম্মেলনে বলেন ২০২১ সালের জুন মাসে এসএসসি (ভোকেশনাল) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। আর সে লক্ষ্যেই মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এসএসসি ও সমমানের ক্লাস শেষ করতে নির্দেশ দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার্থে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে। আর সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে ২০২১ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

নিচে এটাচম্যান্টে Zip ফাইলের মধ্যে PDF ফাইলে সিলেবাস দেয়া আছে।

Pin It
এখানে আপনার মতামত দিন