আপনার ভাষা নির্বাচন করুন

২০২০-২০২১ শিক্ষা বর্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ০১ এপ্রিল ২০২১ইং তারিখ থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন শুরু। ৬টি ইউনিটের ভর্তির বিষয়গুলো হলো, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদে প্রার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।

 


ভর্তির যোগ্যতা:
২০১৭/২০১৮ সালের এসএসসি পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫০ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।
২০১৯/২০২০ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা এবং মানবিক/ব্যবসায় শিক্ষা/কৃষি বিজ্ঞান/সমমান পর্যায়ের প্রার্থীরা আবেদন করতে হবে। তবে প্রার্থীদেরকে অবশ্যই এসএসসি/এইচএসসি উভয় পরীক্ষায় নূন্যতম ৩.৫০ জিপিএ (চতুর্থ বিষয়সহ) সহ সর্বমোট ৮.০০ পয়েন্ট থাকতে হবে।
A, B, C ইউনিটে ভর্তির জন্য কেবলমাত্র বিজ্ঞান/কৃষি বিজ্ঞান/‘এ’ লেভেল এ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। গুচ্ছ ভর্তি পরীক্ষায় শুধুমাত্র মানবিক ও বাণিজ্য শাখার ছাত্র/ছাত্রীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় নূন্যতম ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৬.৫০ হতে হবে।



D, E ও F ইউনিটের জন্য সকল বিভাগের ছাত্র/ছাত্রীরা ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।
১ম পর্যায়ে ভর্তির অনলাইনের আবেদন শুরু = ০১ এপ্রিল ২০২১ইং
১ম পর্যায়ে ভর্তির অনলাইনের আবেদন শেষ = ২৫ এপ্রিল ২০২১ইং
১ম পর্যায়ে ভর্তির আবেদনের রেজাল্ড = ২৩ এপ্রিল ২০২১ইং

চূড়ান্ত ভর্তি পরীক্ষার ফি = ৬০০ টাকা
দ্বিতীয় পর্যায়ে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু = ২৪ এপ্রিল ২০২১ইং
দ্বিতীয় পর্যায়ে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শেষ = ২০ মে ২০২১ইং
ভর্তি পরীক্ষা আগামী ১৯, ২৬ জুন এবং ৩ জুলাই = ২০২১ইং তারিখ।
ইউনিট ভিত্তিক ভর্তির আবেদন ফি:
A ইউনিট = ১০০০ টাকা।
B ইউনিট = ৯০০ টাকা।
C ইউনিট = ৯০০ টাকা।
D ইউনিট = ৬৫০ টাকা।
E ইউনিট = ৬৫০ টাকা।
F ইউনিট = ৮০০ টাকা।
উল্লেখ্য যে, প্রতিটি ইউনিটে ভর্তি ফির সাথে সার্ভিস চার্জ এর জন্য ৫০ টাকা যোগ করতে হবে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক বিভাগ ও আসন সংখ্যা:
A ইউনিট, বিভাগ-০৭টি, আসন সংখ্যা মোট = ২৪৫টি।
B ইউনিট, বিভাগ-০৬টি, আসন সংখ্যা মোট = ১৯০টি।
C ইউনিট, বিভাগ-০৭টি, আসন সংখ্যা মোট = ২৫৫টি।
D ইউনিট, বিভাগ-০১টি, আসন সংখ্যা মোট = ৪০টি।
E ইউনিট, বিভাগ-০১টি, আসন সংখ্যা মোট = ২৫টি।
F ইউনিট, বিভাগ-০৪টি, আসন সংখ্যা মোট = ১৫৫টি।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রোগ্রামের মেয়াদকাল:
০৪ (চার) বছর মেয়াদী স্নাতক (ইঞ্জিনিয়ারিং)
০৫ (পাঁচ) বছর মেয়াদি ব্যাচেলর অব ফার্মেসী (প্রফেশনাল) এবং ব্যাচেলর অব ফিজিওথেরাপি (প্রফেশনাল)
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পদ্ধতি ও নম্বর বন্টন:
ভর্তি পরীক্ষা (MCQ) পদ্ধতিতে হবে। ভর্তি পরীক্ষা (MCQ) মোট ৮০ নম্বরের উপর অনুষ্ঠিত হবে। যার মধ্যে পাস নম্বর ৪০। ৪০ এর কম নম্বর পাওয়া প্রার্থী ভর্তির জন্য বিবেচিত হবে না।
এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর উপর ৪০% ধরে এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএ এর ৬০% ধরে এবং ভর্তি পরীক্ষা থেকে প্রাপ্ত নম্বর যোগ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রার্থীর মেধা তালিকা প্রকাশ করা হবে।

Pin It
এখানে আপনার মতামত দিন