আপনার ভাষা নির্বাচন করুন

গুচ্ছ পদ্ধতিতে ২০২৯-২০২১ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৩১ জুলাই সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদ ভিত্তিক স্নাতক কোর্স লেভেল-১, সেমিষ্টার-১ ছাত্র/ছাত্রীরা ভর্তি পরীক্ষার জন্য অন লাইনে আবেদন করতে পারবে।

 


অনলাইনে ভর্তির আবেদন শুরু = ০২ জুন ২০২১ইং
অনলাইনে ভর্তির আবেদন শেষ = ১০ জুন ২০২১ইং
প্রবেশ পত্র ডাউনলোডের তারিখ =
ভর্তির আবেদন ফি = ৫৫০ টাকা
ভর্তি পরীক্ষার তারিখ = ৩১ জুলাই ২০২১ইং

ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ = ৫ আগষ্ট ২০২১ইং

 


ভর্তি পরীক্ষার যোগ্যতাঃ
২০১৭/২০১৮ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের (৪র্থ বিষয় বাদে) নূন্যতম ৩.৫০ সহ মোট ৮.০০ জিপিএ পেতে হবে।
এসএসসির ক্ষেত্রে গণিত বিষয়ে ৩.৫০ জিপিএ থাকতে হবে।
২০১৯/২০২০ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের নূন্যতম জিপিএ ৩.৫০ সহ মোট ৮.০০ জিপিএ থাকতে হবে।
এইচএসসি থেকে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, গণিতে নূন্যতম ৩.৫০ জিপিএ থাকতে হবে।
কৃষি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তির জন্য ছাত্র/ছাত্রীদের অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে পাস করতে হবে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির আসন বিন্যাস ও ডিগ্রীর নাম নিম্নে প্রদত্ত হলো:

অনুষদের নাম ডিগ্রীর নাম আসন সংখ্যা
ভেটেনারী এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্স ডিভিএম ৯২ জন
কৃষি বি,এসসি,এজি (অনার্স) ৮১ জন
মাৎস্যবিজ্ঞান বি,এসসি, ফিসারিজ (অনার্স) ৬৯ জন
কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা বি,এস,সি, এজি,ইকন (অনার্স) ৫৮ জন
কৃষি প্রকৌশল ও কারিগরি বি,এসসি,এজি, ইঞ্জি ৫৮ জন
বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বি,এসসি,বিজিই (অনার্স) ৩৫ জন

ভর্তি পরীক্ষার পদ্ধতি:
এইচএসসি পর্যায়ে, পদার্থ বিদ্যা, রসায়ন, গণিত, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, ইংরেজী, বিষয়গুলোর উপর বহুনির্বাচনী (এমসিকিউ) ১০০ ভাগের ১ ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পদার্থবিদ্যা=২০, রসায়ন=২০, গণিত=২০, উদ্ভিদবিদ্যা=১৫, প্রাণিবিদ্যা=১৫, ইংরেজী=১০ মোট = ১০০। পাশ নম্বর ৪০। এসএসসির ফলাফল থেকে ৪০ নম্বর এইচএসসি ফলাফল থেকে ৬০ নম্বর গণনা করা হবে এসএসসি ৪র্থ বিষয় এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৮ গুণ এইচএসসির প্রাপ্ত জিপিএর ১২ গুণ ভর্তি পরীক্ষার নম্বরের সাথে যোগ করে মেধা তালিকা তৈরি করা হবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের অবশ্যই জন্মনিবন্ধন সন, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি/এইচএসসি পরীক্ষার মূল মার্কসীট প্রসংসাপত্র এবং সনদপত্রের মূল কপি জমা দিতে হবে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের অনলাইনে আবেদনের ছবির মাপ হবে 300X400 পিক্সেলের সর্বোচ্চ 100KB এর JPG ফরম্যাটের ছবি। ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র A4 সাইজের কাগজে রঙিন ছবি নির্দিষ্ট জায়গায় লাগিয়ে ২কপি/ভর্তি পরীক্ষার সময় উক্ত প্রবেশপত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসতে হবে। নতুবা কাউকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

Pin It
এখানে আপনার মতামত দিন