দেশের ২২টি পাবলিক সাধারন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) সমন্বিত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ১৫ই জুন থেকে শুরু হয়েছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ জুলাই এবং ১৩ ও ২০শে আগষ্ট ২০২২ তারিখে। বানিজ্য, মানবিক ও বিজ্ঞান বিভাগ থেকে সকল আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়া হবে।
অনলাইনে গুচ্ছ ভর্তির প্রাথমিক আবেদন শুরু হয়েছে ১৫ই জুনে এবং শেষ হবে জুনের ২৫ তারিখে। আবেদনকারীদের সকলক ছাত্র-ছাত্রীদেরকে এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করার সুযোগ দেয়া হবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি’দের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ সেশন থেকে গুচ্ছ ভর্তি পদ্ধতি গ্রহন করেছে এবং ২০২১-২০২২ সেশনে আরো দুটি যোগ হয়ে ২২টি হবে। আর আগে থেকে ৭টি কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ র্ভতি নিয়ে আসছে।
সিদ্ধান্ত অনুযায়ী অনিচছুক বিশ্ববিদ্যালয়সমুহ বাদে বাকি সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ২০২১-২২ শিক্ষাবর্ষেও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে। প্রতিবছর ছাত্র-ছা্ত্রীরা দেশব্যাপি ভর্তি পরীক্ষা দিতে গিয়ে যে যাতায়াত ও অন্যান্য হয়রানির স্বীকার হয়, তা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়।
দেশব্যাপি করোনা সংক্রমনের কারনে এইচএসসি পরীক্ষা ফল বিলম্ব করে ১৩ই ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ায় বিশ্ববিদ্যালয় সমুহের সমন্বিত ভর্তি বিজ্ঞাপনও বিলম্ব করে এপ্রিল-জুনে প্রকাশ করা হবে। মাধ্যমিকের ফল প্রকাশের পর জুনে সমন্বিত ভর্তি বিজ্ঞাপন প্রকাশিত হলেও ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা জুলাই-আগষ্টে নেয়ার হবে।
করোনা সংক্রমন ও লকডাওনের কারনে পূর্ব নির্ধারিত তারিখগুলি পরিবর্তন করা হচ্ছে।
প্রাথমিক অনলাইন আবেদন শুরু | ১৫ জুন ২০২২ |
প্রাথমিক আবেদন সমাপ্তি | ২৫ জুন ২০২২ |
আবেদন ফি | ১,৫০০ টাকা |
এডমিট কার্ড ডাওনলোড | ০০- ০০ জুলাই-আগষ্ট ২০২২ |
ভর্তি পরীক্ষার তারিখ | ৩০শে জুলাই, ১৩ ও ২০মে আগষ্ট ২০২২ |
ভর্তি পরীক্ষার রুটিন
ইউনিট/ বিভাগ | তারিখ | সময় |
A ইউনিট (মানবিক) | ১৩ আগষ্ট ২০২২ | ১২:০০ - ০১:৩০ |
B ইউনিট (বানিজ্য) | ২০ আগষ্ট ২০২২ | ১২:০০ - ০১:৩০ |
C ইউনিট (বিজ্ঞান) | ৩০ জুলাই ২০২২ | ১২:০০ - ০১:৩০ |
কিভাবে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি নেয়া হবে?
তিনটি ধাপে সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া হবে, যেমন-
১। সাধারন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২। প্রকৌশল বিশ্ববিদ্যালয় (৩টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়ে আলাদা গুচ্ছ)
৩। কৃষি বিশ্ববিদ্যালয় (পৃথক গুচ্ছ)
অর্থাত উপরের তিনটি ক্যাটাগরিতে আলাদা ভাবে ৫টি পরীক্ষা নেয়া হবে-
► সাধারন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্যে ১টি করে পৃথক ৩টি পরীক্ষা।
► প্রকৌশল বিশ্ববিদ্যালয় সমুহে ভর্তির জন্যে ১টি পরীক্ষা (৩টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়ে আলাদা গুচ্ছ) এবং
► কৃষি বিশ্ববিদ্যালয় সমুহে ভর্তির জন্যে ১টি পরীক্ষা।
গুচ্ছ পদ্ধতিতে কিভাবে পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন?
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের একটি মেধা স্কোর দেওয়া হবে। আর অন্যদিকে গুচ্ছ পদ্ধতিতে থাকা বিশ্ববিদ্যালয়গুলি তাদের শর্ত ও চাহিদা উল্লেখ করে ভর্তি বিজ্ঞাপন প্রকাশ করবে। আর প্রাপ্ত মেধা স্কোর অনুযায়ী পছন্দের বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তি হবে।
বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নিয়ে ভর্তি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা পরবর্তিতে বিভাগ পরিবর্তন করতে পারবে।
যে সব ছাত্র-ছাত্রী ২০২০ ও ২০২১ সালে এইচএসসি পাস করেছে শুধু মাত্র তারা ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করার জন্যে আবেদন করতে পারবে। তবে ভর্তি পরীক্ষায় পাস করার পর আগের বছরে এইচএসসি পাস করা শিক্ষার্থীরা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে তা নির্ভর করবে গুচ্ছ ভর্তিতে অংশ নেয়া বিশ্ববিদ্যালয় সমুহের নিজেস্ব ভর্তি নীতিমালার উপর।
প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলির ভর্তির বিষয়ে শীঘ্রই চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
আবেদনের যোগ্যতা:
শিক্ষার্থীকে অবশ্যই ২০২০ বা ২০২১ সালে এইচএসসি পাস করতে হবে।
বিজ্ঞান বিভাগ: এসএসসি ও এইচএসসিতে মোট সর্বনিম্ন জিপিএ ৮.০০ থাকতে হবে এবং কোনটিতে জিপিএ ৩.৫০ এর কম হবে না।
ব্যবসায় শিক্ষা বিভাগ: এসএসসি ও এইচএসসিতে মোট সর্বনিম্ন জিপিএ ৬.০ থাকতে হবে এবং কোনটিতে জিপিএ ৩.০০ এর কম হবে না।
মানবিক বিভাগ: এসএসসি ও এইচএসসিতে মোট সর্বনিম্ন জিপিএ ৬.০০ থাকতে হবে এবং কোনটিতে জিপিএ ৩.০০ এর কম হবে না।
ভর্তি পরীক্ষার নম্বর বন্টন:
এমসিকিউ (MCQ) পদ্ধতিতে মোট ১০০ নাম্বারের গুচ্ছ ভর্তি পরীক্ষা গ্রহন করা হবে। বিভাগ ও বিষয় অনুযায়ী ভর্তি পরীক্ষার নাম্বার বন্টন নিম্নরুপ-
বিষয় | বিজ্ঞান | ব্যবসায় | মানবিক |
বাংলা | ১০ | ১৩ | ৪০ |
ইংরেজি | ১০ | ১২ | ৩৫ |
আইসিটি/গণিত/জীববিজ্ঞান (যেকোন ২টি) | ৪০ (ঐচ্ছিক) | ২৫ | ২৫ |
হিসাব বিজ্ঞান | X | ২৫ | X |
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা | X | ২৫ | X |
পদার্থ | ২০ | X | X |
রসায়ন | ২০ | X | X |
মোট নাম্বার | ১০০ | ১০০ | ১০০ |
বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদেরকে তিনটি ঐচ্ছিক বিষয় থেকে যে কোন দুইটির উত্তর দিতে হবে।
সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি বিজ্ঞাপন
কোন কোন বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা গ্রহন করবে?
সাধারন বিশ্ববিদ্যালয় | বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | কৃষি বিশ্ববিদ্যালয় |
১. জগন্নাথ বিশ্ববিদ্যালয় | ১২. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ২১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় |
২. ইসলামী বিশ্ববিদ্যালয় | ১৩. হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ২২. শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয় |
৩. খুলনা বিশ্ববিদ্যালয় | ১৪. মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ২৩. শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় |
৪. কুমিল্লা বিশ্ববিদ্যালয় | ১৫. নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ২৪. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় |
৫. কাজী নজরুল বিশ্ববিদ্যালয় | ১৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ২৫. চট্টগ্রাম ভেটেনারি ও এ্যানিম্যাল সাইন্স ইউনিভার্সিটি |
৬. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় | ১৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ২৬. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় |
৭. বরিশাল বিশ্ববিদ্যালয় | ১৮. বঙ্গবন্ধু শেখ মুবিজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ২৭. পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
৮. রবীন্দ্র বিশ্ববিদ্যালয় | ১৯. রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | |
৯. বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় | ২০. ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | **৩টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় পৃথক ভাবে গুচ্ছ গঠন করেছে |
১০. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় | ২১. পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | সুত্রঃ ইউজিসি (১৪-০৬-২০২২) |
১১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ | ২২. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
নোট: পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২১-২২ সেশনে কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছের পাশাপাশি GST এর সাথে উভয় গুচ্ছে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করবে। অন্যদিকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় গত বছর প্রতিষ্ঠিত হয়ে এখনো শিক্ষা কার্যক্রম শুরু করতে পারে নি।
কোন কোন বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষা না নিয়ে ঐতিহ্যগত সতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা গ্রহন করবে?
অন্যান্য বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষা না নিয়ে পূর্বের ন্যায় নিজেরাই সতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিবে, সেগুলি হল-
১। বাংলাদেশে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)
২। ঢাকা বিশ্ববিদ্যালয়
৩। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৪। রাজশাহী বিশ্ববিদ্যালয়
৫। চট্টগ্রাম বিশ্ববদ্যালয় এবং অন্যান্য
উল্লেখ্য যে, ছাত্র-ছা্ত্রীরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে চাইলে প্রত্যেকটিতে তাদের নীতি অনুযায়ী পৃথক ভাবে আবেদন করতে হবে।
পাবলিক বিশ্ববিদ্যালয় সমুহের গুচ্ছ ভর্তি বিজ্ঞাপন ২০২১-২২: ২০২০-২১ সেশন প্রথম গুচ্ছ পদ্বতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেয়া হচ্ছে। এইচএসসি রেজাল্ট প্রকাশিত হওয়ার কিছুদিন পর জুনে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির বিজ্ঞাপন প্রকাশ করা হবে এবং জুন হতে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি তথ্যসহ সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল তথ্য এখানে এবং আলোরমেলার বাংলা বা ইংরেজী ভার্সনে যথা সময়ে পাওয়া যাবে। তাই নিয়মিত আপনার চোখ রাখুন আলোরমেলায় আর কোন প্রশ্ন ও আপনার মতামত নিচে কমেন্টে লিখুন।
Attachment(s) |
|
![]() |
110 KB |
![]() |
110 KB |
![]() |
1.4 MB |
আমি কি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে admission নিতে পারবো?
আমি কি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে আবেদন করতে পারবো?