আপনার ভাষা নির্বাচন করুন

মাধ্যমিক বিদ্যালয়ের (এসএসসি ও সমমান) সদ্য পাসকৃত ছাত্র-ছাত্রীদের ২০২৪-২০২৫ সেশনে উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া মে মাসের ২৬ তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে জুনের ১১ তারিখে। এ বছর একাদশ শ্রেনিতে ভর্তির জন্যে কলেজগুলিতে ২৫ লাখের বেশি আসন খালি আছে, যেখানে ১৬ লাখ  শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় পাশ করেছে।

শিক্ষার্থী বা তাদের অভিভাবকগন নিন্ম বর্ণীত উচ্চ মাধ্যমিকে ভর্তির ওয়েবসাইটে গিয়ে ভর্তির আবেদন ফরম পুরন করে পছন্দকৃত কলেজে ভর্তির জন্যে আবেদন করতে পারবেন।

 

 

যেসব শিক্ষার্থী ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে যে কোন শিক্ষা বোর্ড হতে এসএসসি পাস করেছে এবং যারা ২০২১, ২০২২, ২০২৩ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এসএসসি পাস করেছে তারা ২০২৪-২৫ শিক্ষা বর্ষে ভর্তির জন্যে যোগ্য বলে বিবেচিত হবে। উচ্চ মাধ্যমিক কলেজ গুলি খালি আসন সাপেক্ষে মেধা তালিকা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি গ্রহন করবে। অর্থাৎ আবেদন প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর মেধা তালিকা অনুযায়ী ভর্তির রেজাল্ট প্রকাশ করা হবে এবং তা থেকে কলেজগুলি ভর্তি গ্রহন করবে।

উল্লেখ্য যে ডিসেম্বরের কত তারিখে এসএসসি, দাখিল ও এসএসসি রেজাল্ট প্রকাশিত হবে তার উপর নির্ভর করে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হয়।

ভর্তির অনলাইন আবেদন ফি ১৫০ টাকা এবং সর্বনিম্ন ৫ ও সর্বোচ্চ ১০ কলেজকে পছন্দক্রম অনুযায়ী নির্বাচন করতে পারবে।

 

ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্যে কলেজে গুলি আলাদা কোন ভর্তি পরীক্ষা নিয়ে মেধা যাচাই করতে পারবে না। কেন্দ্রীয় ভর্তি নীতিমালাই সকল সরকারী ও বেসরকারী কলেজের জন্যে প্রযোজ্য।

 

 

 এইচএসসিতে ভর্তির সংক্ষিপ্ত পরিচিতি:

 ভর্তি আবেদন শুরু
 ২৬শে মে ২০২৪
 ভর্তি আবেদন শেষ
 ১১ই জুন ২০২৪
 আবেদন ফি  ১৫০/-
 কলেজ নির্বাচন (সর্বোচ্চ)
 ১০টি
 প্রথম মেধাতালিকা প্রকাশ  ২৩ জুন ২০২৩
 ভর্তি নিশ্চায়ন
 ২৪-২৯ জুন ২০২৪
 ২য় ও ৩য় পর্যায়ের আবেদন  ৩০ জুন- ০২ জুলাই, ০৯-১০ জুলাই
 ২য় ও ৩য় মেধা তালিকা প্রকাশ  ০৪ এবং ১২ জুলাই ২০২৪
 ক্লাস শুরু  ৩০ জুলাই ২০২৪
 আবেদন করার লিংক  এখানে আবেদন করুন
 সুত্র  www.xiclassadmission.gov.bd
   
If you have found this content useful, please Like, Share or Comment below

 

একাদশ শ্রেণিতে উচ্চ মাধ্যমিকে কলেজে ভর্তি বিজ্ঞপ্তি

 

২০২৪-২৫ সালের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বিজ্ঞপ্তিটি নিচে এটাচম্যান্টে পিডিএফ ফাইল আকারেও দেয়া হয়েছে।

 

উচ্চ মাধ্যমিকে কলেজে ভর্তির বিজ্ঞপ্তি

 

ভর্তির আবেদন প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে এবং ভর্তি বিজ্ঞাপন ইমেজ আকারে নিচে দেয়া হয়েছে। আপনি চাইলে পিডিএফ ফাইলটিও নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

Attachment(s)

 Download this alormela pdf file উচ্চ মাধ্যমিক/ একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি
 1 MB
 Download this alormela pdf file উচ্চ মাধ্যমিক/ একাদশ শ্রেণিতে  ভর্তি নির্দেশিকা
 2 MB
   
 
Pin It
এখানে আপনার মতামত দিন